নীরাজের দস্তানা ও রাজস্থানের প্রত্যয়ে হারল স্ট্রাইকারহীন এটিকে মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কার্যত শক্তিশালী দল নামিয়েও হারতে হল এটিকে মোহনবাগানকে। আইলিগের তথাকথিত নতুন দল রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে সুযোগ নষ্টের বন্যা বইয়ে জেতা ম্যাচ হাতছাড়া করল সবুজ-মেরুণ ব্রিগেড। এবং অবশ্যই এখানে প্রশ্ন উঠবে কোচ জুয়ান ফেরান্ডোর প্ল্যান বি নিয়েও।
প্রথমার্ধে আক্রমণের ঝড় তুলেছিল এটিকে মোহনবাগান। ডানদিক থেকে একের পর এক বল বাড়ানোর প্রয়াস করেছিল সবুজ-মেরুণ ব্রিগেড। লালরিনলিয়ানা হামতে, প্রীতম কোটাল, কখনও কখনও হুগো বুমোসরা আক্রমণ তৈরি করছিল ডানদিক থেকে।
৪৩ মিনিটে হুগোর পাসে বল পান আশিক কুরুনিয়ন, যিনি বক্সে বল বাড়ান, যা গোল করেন কিয়ান নাসিরি। কিন্তু প্রথমার্ধের অতিরিক্ত সময়েই সমতা ফেরায় রাজস্থান ইউনাইটেড। উইলিয়াম নেইসিয়ালের ক্রসে গোল করেন বিদেশী মিডফিল্ডার আইবার মামবেতিয়ালেভ।
এদিকে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে নেয় এটিকে মোহনবাগান। হুগো বুমোসের ফ্রিকিকে বল পেয়ে গোল করেন আশিক কুরুনিয়ন। কিন্তু তারপর এটিকে মোহনবাগানের দাপুটে খেলা কোথাও যেন ঘেটে যায়।
মূলত কোচ জুয়ান ফেরান্ডোর পরিবর্তনগুলি পুরো খেলার পট পরিবর্তন করে দেয়। ৬০ কর্নার থেকে রাজস্থান পুনরায় সমতায় ফেরে। এরপর খেলার অতিরিক্ত সময়ে গোল করে ম্যাচ জিতে নেয় রাজস্থান।
এই হারের অন্যতম কারণ নিঃসন্দেহে এটিকে মোহনবাগানের স্ট্রাইকারলেস ফুটবল। যেভাবে কিয়ান নাসিরি, পরিবর্ত হিসেবে নামা মনবীর সিংরা সহজ সুযোগ হাতছাড়া করল, ক্ষমা করবেন না মোহনবাগান সমর্থকরা। এদিকে রাজস্থানের গোলকিপার নীরাজ কুমার অসাধারণ কিছু সেভ দিয়েছেন।