ডার্বির আগে মেরিনার্সদের শেষ প্রস্তুতি, দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইএসএলের এই মরশুমের প্রথম কলকাতা ডার্বির আগে শেষ প্রস্তুতি সেরে নিল সবুজ মেরুণ ব্রিগেড। জুয়ান ফেরান্দোর দল ইস্টবেঙ্গলকে হারানোর উদ্দেশ্যে আজ মোহনবাগান মাঠে বিকেল বেলায় অনুশীলন করে। সেখানে দলের দেশি-বিদেশি সকল খেলোয়াড়কেই মনোযোগ দিয়ে অনুশীলন করতে দেখা যায়।
এই প্রস্তুতির প্রথম ১৫ মিনিট সংবাদ মাধ্যমকে দেখার অনুমতি দেওয়া হয় এটিকে মোহনবাগানের তরফে। সেখানে দেখা যায় ছোট-ছোট পাস খেলছেন সবুজ মেরুণ খেলোয়াড়রা৷ হুগো, দিমিত্রি, লিস্টনদের দেখা যায় তাদের স্বাভাবিক ছন্দে। কোচ জুয়ান সকলের অনুশীলন মনোযোগ সহকারে দেখেন।
কিভাবে অনুশীলন সারলেন মেরিনার্সরা দেখে নিন এই ভিডিওতে-