এএফসির লক্ষ্য নিয়ে কলকাতায় চলে এলেন দিমিত্রি পেত্রাতোস, দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শহরে চলে এলেন এটিকে মোহনবাগানের বিদেশী ফরোয়ার্ড দিমিত্রি পেত্রাতোস। মঙ্গলবার বেলার দিকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছেন এই অস্ট্রেলিয়ান ফুটবলার।
দিমিত্রিকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন এটিকে মোহনবাগানের কর্মকর্তা সহ সবুজ-মেরুণ সমর্থকরা। এবং বিমানবন্দরে নেমে দিমিত্রি জানিয়ে দিলেন, এএফসি কাপকে লক্ষ্য রেখে তিনি এসেছেন। পাশাপাশি সমর্থকদের সাথে নিয়ে জয় মোহনবাগান স্লোগানও দিলেন দিমিত্রি।
চলতি ডুরান্ড কাপে গোলের অসংখ্য সুযোগ তৈরি করলেও সেগুলির সদ্ব্যবহার করতে পারছিল না এটিকে মোহনবাগান। লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ন, জনি কাউকো ও হুগো বুমোসদের সাথে এবার দিমিত্রির উপস্থিতি অনেকটাই শক্তিশালী করে তুলবে দলকে, তা বলাই যায়।