অপ্রতিরোধ্য মুম্বাইয়ের কাছে হার স্বীকার এটিকে মোহনবাগানের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ এবারের আইএসএলে অপরাজিত মুম্বাই সিটি এফসি। টানা ৯ টি ম্যাচ জিতল বাকিংহামের মুম্বাই। ১৪ ম্যাচে তাদের হারাতে পারেনি কোনো ভারতীয় ক্লাব। অন্যদিকে লিগ টেবিলে উপরে যাওয়ার স্বপ্নে ধাক্কা খেলো সবুজ মেরুণ ব্রিগেড। ঘরের মাঠে চেষ্টা করেও শূণ্য হাতে মাঠ ছাড়তে হয় হুগো বুমো- লিস্টন কোলাসোদের।
প্রথমার্ধে শুরু থেকেই মুম্বাই মুহুর্মুহু আক্রমণ করতে থাকে। এরই মাঝে ম্যাচের ২৯ মিনিটে বক্সের বাইরে থেকে চাংতের বাঁ পায়ের জোরালো শট এটিকে মোহনবাগান রক্ষণ ভেদ করে জড়িয়ে যায় জালে। এরপর জুয়ান ফেরান্দোর দল গোল শোধের চেষ্টা করলেও প্রথমার্ধে সমতায় ফিরতে পারেনি।
যদিও দ্বিতীয়ার্ধে খেলায় ফেরে জুয়ান ফেরান্দোর দল। গোল শোধের চেষ্টায় একের পর এক আক্রমণ করতে থাকে হুগো-পেত্রাতোসরা। কিন্তু সমতায় ফিরতে পারেননি তারা। মুম্বাই সিটির কোচ বাকিংহাম, নিজেদের রক্ষণ মজবুত করতে শক্তিশালী বিদেশি ডিফেন্ডার ফলকে নামিয়ে দেয়। এর পরেই এটিকে মোহনবাগানের গোলের আশা আরও কমে যায়। খেলার শেষ দিকে প্রতি আক্রমণে নিজেদের গোলের ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও মুম্বাইয়ের আক্রমণ ভাগের ফুটবলাররা গোল করতে ব্যর্থ হন।
১৪ ম্যাচ শেষে মুম্বাইয়ের পয়েন্ট ৩৬। এই আইএসএলে তারা এখনও অপ্রতিরোধ্য। ১৪ টি ম্যাচের মধ্যে ১১ টি জয় এবং তিনটি ড্র নিয়ে লিগের দ্বিতীয় স্থানে থাকা হায়দ্রাবাদের থেকে ৪ পয়েন্টে এগিয়ে গেল তারা।