মুম্বইয়ের বিরুদ্ধে দাপুটে ফুটবল খেলেও জয় অধরা এটিকে মোহনবাগানের

এটিকে মোহনবাগান - ১ (লিস্টন কোলাসো)
মুম্বই সিটি এফসি - ১ (জর্জে পেরেইরা ডিয়াজ)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কার্যত এই ম্যাচটি ডুরান্ডের গ্রুপ পর্বের সেরা ম্যাচ হওয়ার গুরুত্ব রাখে। টুর্নামেন্টের দুই ফেভারিট এটিকে মোহনবাগান ও মুম্বই সিটি এফসি নিজেদের সর্বশক্তি দিয়ে ম্যাচে নামে। এবং মুম্বইকে পুরোপুরি পরাস্ত করেও ম্যাচ জিতে আসতে ব্যর্থ হল সবুজ-মেরুণ ব্রিগেড।
মুম্বইয়ের বিরুদ্ধে তিনটি পরিবর্তন করে এটিকে মোহনবাগান। সুমিত রাঠির জায়গায় শুভাশিস বোস, কিয়ান নাসিরির জায়গায় আশিস রাই, লালরিনলিয়ানা হামতের জায়গায় দীপক টাংরি এবং অর্শ আনোয়ারের জায়গায় বিশাল কাইথ নেমেছেন।
ম্যাচের শুরু থেকে নিজেদের স্বভাবোচিত আক্রমণাত্মক ফুটবল খেলছিল এটিকে মোহনবাগান। পূর্ণশক্তির দল নিয়ে নামা মুম্বই সিটি প্রথমার্ধে খেলা ধরতেই পারেনি।
এদিকে ডিফেন্সে বিল্ড আপ ফুটবল খেলতে গিয়ে বারবার মিস পাস করছিলেন ফ্লোরেন্টিন পোগবা-প্রীতম কোটালরা। আর তার সুযোগে গ্রেগ স্টুয়ার্ট-বিপিন সিংরা কিছুটা সুযোগ তৈরি করেছিল প্রথমার্ধে।
তবে মুম্বইয়ের পক্ষে বড় ধাক্কা হয়ে যায় অধিনায়ক রাহুল ভেকের চোটটা। আর তারপরেই গোল পায় এটিকে মোহনবাগান। ৪০ মিনিটে আশিস রাইয়ের ক্রস ফিস্ট করেন ফুরবা লাচেনপা, যা থেকে বল পেয়ে গোল করেন লিস্টন কোলাসো।
কিন্তু দ্বিতীয়ার্ধে জুয়ান ফেরান্ডোর কিছু ট্যাকটিকাল ভুলে খেলার গতিপ্রকৃতি বদলে যায়। ৭৭ মিনিটে সমতা ফেরায় মুম্বই। সঞ্জীব স্ট্যালিনের ক্রসে হেডে গোল করেন পরিবর্ত হিসেবে নামা জর্জে পেরেইরা ডিয়াজ। এক্ষেত্রে বড় ভুল রয়েছে দুই ডিফেন্ডার প্রীতম কোটাল ও ফ্লোরেন্টিন পোগবার।
কিন্তু গোল খাওয়ার পরে যখন আক্রমণ বাড়ানোর কথা এটিকে মোহনবাগানের, তখন জুয়ান ফেরান্ডো নামাচ্ছেন দুই ডিফেন্সিভ মিডফিল্ডার লেনি রডরিগেজ ও প্রণয় হালদারকে, আর তুলে নিচ্ছেন প্লেমেকার হুগো বুমোস। এছাড়া প্রকৃত ফরোয়ার্ড না থাকাটাও ভুগিয়েছে এটিকে মোহনবাগানকে।
সব মিলিয়ে ডুরান্ডের পরের রাউন্ডে যাওয়াটা আরও কঠিন হয়ে গেল এটিকে মোহনবাগানের জন্য। বাকি দুই ম্যাচ জিততেই হবে, এবং নির্ভর করতে হবে গ্রুপের বাকিদের উপরেও।