তিরি ফিরলেও ফিরল না ভাগ্য, দুরন্ত চেন্নাইনকে রুখে দিল এটিকে মোহনবাগান

এটিকে মোহনবাগান - ১ (লিস্টন কোলাসো)
চেন্নাইন এফসি - ১ (ভ্লাদিমির কোমান)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পরপর দুই ম্যাচে হারের পর অবশেষে পয়েন্ট পেল এটিকে মোহনবাগান। যদিও চেন্নাইন এফসির বিরুদ্ধে অতি কষ্টে জয় পেল সবুজ মেরুণ ব্রিগেড।
শুরু থেকে দুই দলই সমানে সমানে লড়াই করেছিল। ১৮ মিনিটে রয় কৃষ্ণার দুর্দান্ত থ্রু পাসে লিস্টন কোলাসো গোল করে এগিয়ে দেন এটিকে মোহনবাগানকে। গোল খাওয়ার পর চেন্নাইন এফসি তেড়েফুঁড়ে আক্রমণ করে। অনিরুধ থাপার নেতৃত্বে আক্রমণ হানতে থাকে চেন্নাই। শেষ অবধি ৪৫ মিনিটে গোল শোধ করে চেন্নাইন। ডিফেন্সের দূর্বল ক্লিয়ারেন্সে বল পেয়ে গোল করেন ভ্লাদিমির কোমান।
এরপর দ্বিতীয়ার্ধে দুই দলই সমানে সমানে খেলা চালিয়ে যায়। যদিও এটিকে মোহনবাগানের ডিফেন্সকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে চেন্নাইনের আক্রমণভাগ। তবে রয় কৃষ্ণা ও হুগো বৌমোসের নেতৃত্বে সু্যোগ তৈরি করতে থাকে সবুজ মেরুণ ব্রিগেড। আর এর জেরে খেলা ড্রতেই থেকে যায়।