গোলের ভান্ডারেও ফিরল না ভাগ্য, বেঙ্গালুরুর কাছে আটকে গেল এটিকে মোহনবাগান

এটিকে মোহনবাগান - ৩ (শুভাশিস বোস, হুগো বৌমোস, রয় কৃষ্ণা - পেনাল্টি)
বেঙ্গালুরু এফসি - ৩ (ক্লেইটন সিলভা, দানিশ ফারুখ, প্রিন্স ইবারা)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ধুঁকতে থাকা বেঙ্গালুরুর বিরুদ্ধেও এল না জয়, ড্র করেই সন্তুষ্ট থাকতে হল এটিকে মোহনবাগানকে। তিন গোল করেও হজম করতে হল তিন গোল - আর এর জেরে টানা চার ম্যাচ জয়হীন থাকল সবুজ-মেরুণ শিবির।
শুরুর দিকে দুই দলই সমানতালে প্রেসিং করছিল। ১৩ মিনিটে হুগো বৌমোসের কর্নার থেকে গোল করেন শুভাশিস বোস। এরপর ১৮ মিনিটে ক্লেইটন সিলভাকে বক্সে ফেলে দেন লিস্টন কোলাসো। এরপর পেনাল্টি থেকে গোল শোধ করেন ক্লেইটন। এরপর ২৬ মিনিটে ক্লেইটনের কর্নার থেকে দুর্দান্ত হেড করে গোল করেন দানিশ ফারুখ।
যদিও ৩৮ মিনিটে কাউন্টার অ্যাটাকে রয় কৃষ্ণা দুর্দান্ত রান নেন, সেখান থেকে পাস বাড়ান হুগো বৌমোসের উদ্দেশ্যে, যিনি গোল করতে কোনও ভুল করেননি। আর এর জেরে প্রথমার্ধ সমানে সমানে থাকে দুই দল।
এরপর দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণে উঠতে থাকে। এক সময় এটিকে মোহনবাগান চাপ বাড়ায়, আবার এক সময় বেঙ্গালুরু এফসি আক্রমণে ওঠে। ৫৭ মিনিটে পেনাল্টি পায় এটিকে মোহনবাগান, আর সেখান থেকে গোল করেন রয় কৃষ্ণা। তবে ৭২ মিনিটে কর্নার থেকে হেড করে গোল শোধ করেন প্রিন্স ইবারা।
এদিনের ম্যাচে এটিকে মোহনবাগান তিনটি গোলই হজম করে সেটপিসে। মূলত বেঙ্গালুরুর খেলোয়াড়দের উচ্চতার সাথে পেরে উঠতে পারেনি এটিকে মোহনবাগানের খেলোয়াড়েরা। অন্যদিকে আক্রমণে বেশ পজিটিভ দেখা গিয়েছে রয় কৃষ্ণাদের, যদিও সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি।