ডেভিড উইলিয়ামস কি শুরু করবেন? ডিফেন্সে আসবে পরিবর্তন? আপডেট দিলেন আন্তোনিও হাবাস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার চেন্নাইন এফসির বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে চলেছে এটিকে মোহনবাগান। গত দুই ম্যাচে হারের পর আবার হারতে চাইছেন না কোচ আন্তোনিও হাবাস। আর এই নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হয়েছেন হাবাস।
গত দুই ম্যাচে পরিবর্ত হিসেবে নেমেছিলেন ডেভিড উইলিয়ামস। মুম্বই ম্যাচে গোল ও জামসেদপুর ম্যাচেও বেশ কিছু আক্রমণের সুযোগ তৈরি করেছিলেন। তবে কি চেন্নাইন এফসি ম্যাচে শুরু থেকে খেলবেন? এই নিয়ে হাবাস কিছুটা ঘুরিয়ে বলেন, "আমাদের সকল খেলোয়াড়কে প্রস্তুত থাকতে হবে। চার ম্যাচ কোনও এক ফুটবলার খেলল, কিন্তু পঞ্চম ম্যাচে অন্য কোনও ফুটবলার নামতেই পারেন। গুরুত্বপূর্ণ হল প্রতিটা খেলোয়াড়কে প্রস্তুত থাকতে হবে।"
সন্দেশের অনুপস্থিতি ও তিরির চোটের জেরে এটিকে মোহনবাগান কি নতুন ডিফেন্ডার আনা নিয়ে ভাবছে? এই নিয়ে হাবাস বলেছেন, "এখনই ভাবছি না। আপাতত হাতে যা দল আছে সেটি নিয়েই আমরা মাঠে নামব। তবে পরিস্থিতি এলে আমরা ভাবতে শুরু করব।"
পরপর দুই ম্যাচে হার, এরপর কিভাবে সবুজ-মেরুণ ব্রিগেড ঘুরে দাঁড়াবে? এই নিয়ে হাবাস আশাবাদী হয়ে বলেন, "আমাদের ইতিবাচক হতে হবে। আমরা প্রথম দুই ম্যাচে বড় জয় পেয়েছিলাম, গোল করেছিলাম। শেষ দুই ম্যাচে গোল করতে পারিনি। এটাই ফুটবলার। হয়ত এই ম্যাচেই আমরা জিততে শুরু করব। আমি এমনভাবেই চিন্তা করি। দলের জন্য আমায় ইতিবাচক ভাবতেই হবে।"
চেন্নাইন এফসি দলটিকে সমীহ করে হাবাস বলেছেন, "খুবই কঠিন ম্যাচ হবে। চেন্নাইন দলটি বেশ ভালো আর ওদের ফুটবলাররা শারীরিকভাবে সক্ষম। খুব কঠিন হবে ওদের বিরুদ্ধে লড়তে।"
এটিকে মোহনবাগান দলে দুর্দান্ত কিছু উইঙ্গার থাকলেও দলের খেলা মূলত সেটিপিস নির্ভর হয়ে উঠছে। আগামী ম্যাচগুলিতে খেলায় কোনও পরিবর্তন আসবে? এই নিয়ে হাবাস বলেছে, "এটি এক এক জনের আলাদা মত। পরিস্থিতি অনুযায়ী আমার খেলা আমি বদলাব। আমার কাছে সেরা খেলোয়াড়রা থাকলে প্রতিপক্ষের উইংব্যাকরা তো আর মূর্তি নয়, ওরাও খেলোয়াড়, আমাদের আটকানোর চেষ্টা করবে। সুতরাং দল অনুযায়ী আমরা আমাদের খেলা সাজাব।"