লিগ টেবিলের নীচে থাকা বেঙ্গালুরুকে সমীহ করলেন আন্তোনিও হাবাস, ডিফেন্স নিয়ে বড় বার্তা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পরপর তিন ম্যাচে জয় নেই এটিকে মোহনবাগানের। গত ম্যাচে চেন্নাইন এফসির বিরুদ্ধে কষ্টার্জিত ড্র। ফলে স্বাভাবিক অর্থে চাপে গতবারের রানার্সরা। এবার সামনে অফ ফর্মে থাকা বেঙ্গালুরু এফসি। আর সেই ম্যাচের আগে কথা বললেন এটিকে মোহনবাগানের কোচ আন্তোনিও হাবাস লোপেজ।
বেঙ্গালুরু এফসি গত পাঁচ ম্যাচে কেবল একটিতেই জয় পেয়েছে। এই বিষয়টি কি প্রভাব ফেলছে এটিকে মোহনবাগান শিবিরে? এই নিয়ে হাবাসের বার্তা, "ফর্ম নিয়ে কিছু আসে যায় না। ফুটবল ৯০ মিনিটের খেলা, সেখানে তুমি এক গোল দাও, কিংবা দুই-তিন গোল দাও, তোমার খেলায় স্থিতিশীলতা আনতে হবে, ভারসাম্য আনতে হবে। আর সেটি আসলেই আসবে সাফল্য। আর এটি আনার জন্যই আমায় এটিকে মোহনবাগানে আনা হয়েছে।"
বেঙ্গালুরুর শক্তি নিয়ে হাবাস বলেছেন, "বেঙ্গালুরু একটি দল হিসেবে খুবই ভালো। ওদের রিজার্ভ বেঞ্চ, ওদের কোচ - দলটা ভালোই। তবে খেলাটা মাঠে হবে। সেই দিন যে দল ভালো খেলবে, তারাই জিতবে।"
এবারের আইএসএলে এসসি ইস্টবেঙ্গল ম্যাচ বাদে গোল খেয়েই চলেছে এটিকে মোহনবাগান। কিভাবে ডিফেন্সকে ঠিক করবেন হাবাস? এই নিয়ে স্প্যানিশ কোচ বলেছেন, "আমাদের আরও ভালোভাবে রক্ষণভাগ সামলাতে হবে। হতেই পারে প্রতিপক্ষ বল ছিনিয়ে নেবে, তখন আমাদের সেই বল কেড়ে নিতে হবে। এমন পরিস্থিতি তৈরি করতে হবে যেখানে প্রতিপক্ষের ফরোয়ার্ডরা গোল করার সুযোগও পাবে না।"
গত তিন ম্যাচে আট পয়েন্ট খুঁইয়েছে এটিকে মোহনবাগান, তবে কি শেষ চারে যাওয়াটা ক্রমশ কঠিন হয়ে পড়ছে? এই নিয়ে হাবাস আশার সুরে বলছেন, "কঠিন হচ্ছে, তবে অসম্ভব নয়। আমরা প্রথম দুই ম্যাচে জয় পেয়েছি, আগামী দিনে আরও ম্যাচ আছে যেখান থেকে আমরা পয়েন্ট পেতে পারি। আমার অভিজ্ঞতা রয়েছে এই বিষয়ে। আমার মনে আছে ২০১৯ মরশুমে চেন্নাইন এফসি প্রথম দিকে হেরেই চলেছিল, কিন্তু শেষে তারা লিগ টেবিলের দ্বিতীয় স্থানে ছিল, আর ফাইনাল খেলেছিল। সুতরাং আমরা ফিরে আসতে পারি।"
প্রথম লেগ কার্যত শেষ হওয়ার পথে, এবার দ্বিতীয় লেগের জন্য কি লক্ষ্য রাখছেন হাবাস? এই নিয়ে সবুজ-মেরুণের হেডস্যার বলেছেন, "আমার লক্ষ্য থাকবে যত বেশি সম্ভব ম্যাচ জেতা এবং প্রথম চারে শেষ করা।"