তোমরাই বিশ্বের সেরা - চেন্নাইন ম্যাচের আগে খেলোয়াড়দের মনোবল বাড়াচ্ছেন আন্তোনিও হাবাস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্রথম দুই ম্যাচে জয়ের পরেই খেই হারিয়ে গিয়েছে এটিকে মোহনবাগানের। মুম্বই সিটি এফসি ও জামসেদপুর এফসির কাছে বড় হার হজম করতে হয়েছে সবুজ-মেরুণ ব্রিগেডকে।
এবার সামনে শক্তিশালী চেন্নাইন এফসি। দুরন্ত আক্রমণ সমৃদ্ধ চেন্নাইনের বিরুদ্ধে জিততে মরিয়া এটিকে মোহনবাগান। আর এই নিয়ে এবার বিশেষ বার্তা দিলেন মেরিনার্সদের হেডস্যার আন্তোনিও হাবাস লোপেজ।
রয় কৃষ্ণা ও হুগো বৌমোসের মত সুপারস্টারদের পেলেও গত দুই ম্যাচে মাত্র এক গোল করেছে এটিকে মোহনবাগান। এই বিষয়টি কি চিন্তায় রাখছে দলকে? এই নিয়ে হাবাস কিছুটা নিশ্চিন্ত হওয়ার সুরে বলেছেন, "ভারসাম্যটাই আসল। প্রথম দুই ম্যাচে আমরা সেরা দল, আর তার পরের দুই ম্যাচে আমরা সব থেকে খারাপ দল - এমনটা হতে পারে না। ভারসাম্যটা অবশ্যই দরকার। আজ গোল আসছে না, পরের ম্যাচেই গোল আসবে।"
এর আগে চেন্নাইন এফসিকে গোল করতে দেয়নি এসসি ইস্টবেঙ্গল, এই একই কাজ কি পারবে এটিকে মোহনবাগান? এই নিয়ে হাবাসের উত্তর, "ইস্টবেঙ্গল যা করেছে খুবই ভালো। কিন্তু ওরা আলাদা দল, আমরা আলাদা। এটি একটি ভিন্ন ম্যাচ, সেটি মাথায় রাখতে হবে।"
এটিকে মোহনবাগানের ডিফেন্স নিয়ে হাবাসের বার্তা, "পরিস্থিতি অনুযায়ী আমাদের কাজ করতে হবে। প্রথম ৪৫ মিনিটে আমরা ভালো কাজ করলাম, আর দ্বিতীয় ৪৫ মিনিটে পরিস্থিতি অন্য কিছু হতে পারে। পরিস্থিতি অনুযায়ী আমাদের সিদ্ধান্ত নিতে হবে।"
পরপর দুই ম্যাচে হার, খেলোয়াড়দের মনোবল কিভাবে বাড়ানো হচ্ছে? এই নিয়ে হাবাস বলেছেন, "আমাদের মূল লক্ষ্য হল খেলোয়াড়দের মনোবল বৃদ্ধি। খেলোয়াড়দের বোঝাচ্ছি, তোমরা বিশ্বের সেরা। এটি একটি কঠিন লিগ, এখনও সময় রয়েছে হাতে। আমাদের মনোবল বাড়িয়ে আগামী ম্যাচগুলির জন্য মাঠে নামতে হবে।"