পালতোলা নৌকোর তরুণ নাবিকদের দাপটে হারল নৌসেনা

এটিকে মোহনবাগান - ২ (লেনি রডরিগেজ, কিয়ান নাসিরি)
ইন্ডিয়ান নেভি - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ডু অর ডাই ম্যাচ, কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচেই পরীক্ষা-নিরীক্ষা সারলেন কোচ জুয়ান ফেরান্ডো। বুধবার ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে ডুরান্ড কাপের ম্যাচে কেবল বিশাল কাইথ ও প্রীতম কোটাল ছাড়া পুরো দ্বিতীয় সারির দল নামিয়েছিল এটিকে মোহনবাগান। কিয়ান নাসিরি, ফারদিন আলি মোল্লা, অভিষেক সূর্যবংশী, রবি বাহাদুর রানা, সুমিত রাঠিরা এদিন সুযোগ পেয়েছেন।
দ্বিতীয় সারির দল নামলেও সেই দাপট অব্যাহত ছিল এটিকে মোহনবাগানের। কিশোর ভারতীতে সুন্দর বিল্ড আপ ফুটবলের নিদর্শন দেখায় সবুজ-মেরুণ ব্রিগেড। ১৮ মিনিটে ফারদিনের মাইনাসে গোল করেন লেনি রডরিগেজ। এরপর ২৮ মিনিটে আবারও ফারদিনের থ্রু পাসে গোল করেন কিয়ান নাসিরি।
দ্বিতীয়ার্ধে প্রীতম ও বিশালও উঠে যান, নামেন রিকি সাবং ও অর্শ আনোয়ার। কিন্তু তা সত্ত্বেও এটিকে মোহনবাগানের দাপট এতটুকুও কমেনি। বেশ কিছু ভালো সু্যোগ তৈরি করেছিল তারা, কিন্তু দুইবার বারপোস্ট রুখে দেয়। তবে ইন্ডিয়ান নেভির নাম্বার নাইন শ্রেয়স কয়েকবার সবুজ-মেরুণ ডিফেন্সকে চাপে ফেলেন।
এই ম্যাচে দারুণ নজর কাড়েন অভিষেক সূর্যবংশী। এটিকের অ্যাকাডেমির ছাত্র অভিষেক মাঝমাঠে যথেষ্ট দাপট নিয়ে খেলেছেন। এছাড়া ফারদিনও ছিলেন চমকপ্রদ, দুটি অ্যাসিস্ট ছাড়াও দুটি নিশ্চিত গোলের সুযোগ পেয়েছিলেন ফারদিন। তবে এদিন অত্যন্ত বাজে ফুটবল খেলেন মনবীর সিং।
তবে ডুরান্ডে নিজের রিজার্ভ দলকে দেখে নেওয়ার সুযোগ পেলেন জুয়ান ফেরান্ডো, এবং এই পরীক্ষার ফলাফল বেশ ইতিবাচক হল, তা বলাই যায়।