নাসাফের বিরুদ্ধে দল ঘোষণা এটিকে মোহনবাগানের, দলে যোগ কাউকোর, ফিরলেন প্রবীর-সুসাইরাজ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এএফসি কাপের ইন্টার জোনাল সেমি ফাইনালের মুখোমুখি উজবেকিস্তানের শক্তিশালী দল এফসি নাসাফ। উজবেকিস্তানের ক্লাবের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে নামার জন্য সর্বশক্তি দিয়ে নামবে এটিকে মোহনবাগান। কিছু দিন আগে এক্সট্রা টাইম বাংলার লাইভ আলোচনায় যে সম্ভাব্য দলের কথা বলা হয়েছিল, সেরকমই দল ঘোষণা করলেন কোচ আন্তোনিও হাবাস লোপেজ।
গ্রুপ পর্বের মতই সেমি ফাইনালেও নেই স্প্যানিশ ডিফেন্ডার তিরি। এদিকে দলে সুযোগ পেলেন ইউরো খেলা মিডফিল্ডার জনি কাউকো। চোট সারিয়ে দলে ফিরেছেন প্রবীর দাস ও মাইকেল সুসাইরাজ। এদিকে দলে থাকছেন না হুগো বৌমোস।
গত ছয় দিন ধরে দুবাইয়ে দলকে নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করেছেন কোচ আন্তোনিও হাবাস। এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় পাঁচ তরুণ ফুটবলারকে এএফসি কাপের দলে সুযোগ দেওয়া হয়েছে।
এএফসি কাপের জন্য ঘোষিত এটিকে মোহনবাগানের ২২ সদস্যের দল -
গোলকিপার - অমরিন্দর সিং, অভিলাষ পাল, আর্শ আনওয়ার।
ডিফেন্ডার - প্রীতম কোটাল, আশুতোষ মেহতা, কার্ল ম্যাকহিউ, শুভাশিস বোস, সুমিত রাঠি।
মিডফিল্ডার - জনি কাউকো, লেনি রডরিগেজ, লিস্টন কোলাসো, প্রবীর দাস, মাইকেল সুসাইরাজ, বিদ্যানন্দ সিং, এংসন সিং, শেখ সাহিল, রবি বাহাদুর রানা, অভিষেক ধনঞ্জয়।
ফরোয়ার্ড - রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, মনবীর সিং, কিয়ান নাসিরি।