সাসপেন্ড এটিকে মোহনবাগানের এই সদস্য, একই শাস্তি এফসি গোয়ার এই তারকা বিদেশীর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সোমবার দুটি কড়া সিদ্ধান্ত নিয়েছে আইএসএলের দুই ফ্র্যাঞ্চাইজির উপর। এটিকে মোহনবাগান বনাম চেন্নাইন এফসি ম্যাচ এবং এফসি গোয়া বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচের দুটি ঘটনা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।
এফসি গোয়ার তারকা বিদেশী ফরোয়ার্ড জর্জে ওরতিজকে সাসপেন্ড করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। গত শনিবার বাম্বোলিমে বেঙ্গালুরু এফসির এক খেলোয়াড়কে ধাক্কা মেরেছিলেন ওরতিজ, আর সেই সময় বল খেলার বাইরে ছিল। সেই কারণে এআইএফএফ ডিসিপ্লিনারি কোডের ৪৮.১.২ ধারায় অভিযুক্ত হন ওরতিজ।
আর এর জেরে আপাতত সাসপেন্ড হয়েছেন স্প্যানিশ এই ফরোয়ার্ড। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে যথোপযুক্ত জবাব দিতে হবে ওরতিজকে। আর অভিযুক্ত হলে অন্ততপক্ষে তিন ম্যাচ সাসপেন্ড হতে পারেন ওরতিজ।
এদিকে শনিবার চেন্নাইন এফসির বিরুদ্ধে ম্যাচে এটিকে মোহনবাগানের ফিজিও লুই আলফান্সো রেডোন্ডো মার্টিনেজকে লাল কার্ড দেখানো হয়, যেখানে তিনি চেন্নাইনের খেলোয়াড় ভান্সপলকে ধাক্কা মারেন। এবার সেই ঘটনার জন্য আলফান্সোকে সাসপেন্ড করেছে ফেডারেশন।
ওরতিজের মতই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ডিসিপ্লিনারি কোড ভাঙার অভিযোগ রয়েছে সবুজ-মেরুণের ফিজিওর বিরুদ্ধে। আগামী ১৫ তারিখের মধ্যে যথোপযুক্ত উত্তর দিতে হবে আলফান্সোকেও।