আইএসএলের প্রতিনিধিদের মুখোমুখি দুই প্রধান! জানুন বিস্তারিত...

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল প্রতিনিধিদের সঙ্গে মুখোমুখি মিটিং এটিকে মোহনবাগান এবং ইমামি ইস্টবেঙ্গল এর প্রতিনিধিদের। আসছে আইএসএল, তার আগে কলকাতার দুটি দল আইএসএল আয়োজন করার জন্য কতটা তৈরি? দল হিসেবে, আয়োজক হিসেবে? সবকিছু নিয়েই আলোচনা হল এই মিটিং এ।
তবে এই মিটিংয়ে এটিকে মোহনবাগানের সিকিউরিটি অফিসার, মিডিয়া ম্যানেজার, স্পোর্টস ডিরেক্টর সহ নানা বিভাগের সাতজন প্রতিনিধি উপস্থিত থাকলেও ইমামি ইস্টবেঙ্গল থেকে উপস্থিত ছিলেন মাত্র দুজন। ইমামির সঙ্গে গাঁটছড়া বাধার পর ইস্টবেঙ্গল এখন নিজেদের গোছানোর কাজে ব্যস্ত। ফলে অপারেশন টিম এখনো বানিয়ে উঠতে না পারায় পুরো দল নিয়ে হাজির হতে সক্ষম হয়নি।
আইএসএল এর প্রতিনিধিরা যুবভারতীকে ম্যাচ গ্রাউন্ড ভেবে বাকি বিষয়গুলো নিয়ে ক্লাবের সঙ্গে আলোচনা করতে চাইছে অনুশীলন মাঠ, ড্রেসিংরুম, মিডিয়া, মেডিকেল সহ অন্যান্য বিষয় নিয়ে মূলত আলোচনা হয় এই দিনের সভায়।