ডার্বিতে গোল করার ইচ্ছা প্রকাশ আশিক কুরুনিয়নের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইএসএলের এই মরশুমের প্রথম ডার্বি শুরু হতে হাতে আর তিনদিন। এটিকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের খেলোয়াড়রা সারছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মাঝে সবুজ মেরুণের এক তরুণ প্রতিভা অপেক্ষা করে আছেন বড় ম্যাচে একটি গোল পাওয়ার।
তিনি আশিক কুরুনিয়ন, এটিকে মোহনবাগান দলের উইঙ্গার। আজ মোহনবাগান মাঠে অনুশীলন করার ফাঁকে আশিক জানিয়েছেন, "গত ম্যাচে বড় জয় আমাদের ডার্বির জন্য অনেক সাহায্য করবে।"
তবে গত ম্যাচে সবুজ মেরুণ ব্রিগেড কেরালাকে ৫ গোল দেওয়ার পরেও সতর্ক আশিক। তাঁর মতে সবে দুটি ম্যাচ হয়েছে এখনই কোনো কিছু ভেবে নেওয়া উচিত নয়। দলের স্ট্রাইকারদের মধ্যে ভালো গুণ রয়েছে। তাই এমন রেজাল্ট ভবিষ্যতেও হতে পারে।
ইস্টবেঙ্গল দল সম্পর্কে কুরুনিয়ন জানিয়েছেন, "ইস্টবেঙ্গল খুব ভালো দল। তাদের রক্ষণ ভাগ যথেষ্ট শক্তিশালী। আমাদের ফাইনাল থার্ডে আরও জোড় দিতে হবে।"
আগের ম্যাচে অন্য পজিসনে খেলার বিষয় আশিক বলেছেন, "দলে প্রথম এগারোজনে থাকাটা আমার কাছে গুরুত্বপুর্ণ। নতুন পজিশোন নিয়ে কোচের সাথে আমার কথা হয়েছে। আমার কোনো অসুবিধা নেই।"
ডার্বিতে যেই গোল করে সেই নায়ক হয়ে যায়। এই বিষয় তিনি বলছেন, "ডার্বিতে সবাই গোল করতে চায়। আমারও ইচ্ছা আছে ডার্বিতে গোল করার।"
এর আগে একটি ডার্বি ম্যাচে তিনি খেলেছেন। সেই অভিজ্ঞতা থেকে তিনি জানিয়েছেন ডার্বিতে খেলার অভিজ্ঞতা খুব ভালো, দুই দলের সমর্থক নিয়ে পুরো স্টেডিয়াম ভর্তি থাকে। তিনি চান প্রতিটি ম্যাচে যেনো এমন ভরা গ্যালারিতে তিনি খেলতে পারেন।