ছুরিতে আক্রান্ত এই আর্সেনাল ফুটবলার এখন বিপদ মুক্ত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ইটালির সুপার মার্কেটে সম্প্রতি ছুরি দ্বারা আক্রান্ত হন আর্সেনাল খেলোয়াড় পাবলো মারি। গুরুতর জখম হন তিনি। ২৯ বছর বয়সী এই ফুটবলার এই মরসুমে আর্সেনাল থেকে লোনে ইটালিয়ান লিগের ক্লাব মঞ্জাতে এসেছেন। খবর অনুযায়ী, শুক্রবার তাঁর অপারেশন হয়।
চিকিৎসকেরা জানিয়েছেন তিনি এখন বিপদমুক্ত। দুই থেকে তিন দিন তাঁকে হাসপাতালে থাকতে হবে। মঞ্জার প্রতিনিধি জানিয়েছেন, রক্ষণ ভাগের খেলোয়াড় পাবলো আগামী দুই মাস ফুটবল খেলতে পারবেন না।
শোনা যাচ্ছে ইটালির সুপারমার্কেটে ৪৬ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন মানুষের হাতে আক্রান্ত হন পাবলো। তিনি ছাড়াও আরও বেশ কিছু মানুষ আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।