করোনা থেকে সুস্থ হয়ে লাল-হলুদ সমর্থকদের এই বড় বার্তা দিলেন অরিন্দম ভট্টাচার্য

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের দলবদলের সেরা খেলা খেলেছে এসসি ইস্টবেঙ্গল। দুর্দান্ত লড়াইয়ে শেষ অবধি গত বছরের সেরা গোলকিপার তথা বাংলার ছেলে অরিন্দম ভট্টাচার্যকে সই করিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। কিন্তু কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হন অরিন্দম।
তবে ১৪ দিনের কোয়ারেন্টিন সারার পর সুস্থ হয়ে ফিরেছেন অরিন্দম। আর কোয়ারেন্টিন শেষ করার পর লাল-হলুদ সমর্থকদের প্রতি বিশেষ বার্তা দেন অরিন্দম, যা প্রকাশিত হয় এসসি ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়ায়।
ভিডিও বার্তায় অরিন্দম বলেন, "একটি গুরত্বপূর্ণ আপডেট দিতে চাই, আমার করোনা হয়েছিল এবং আমি ১৪ দিন ধরে চিকিৎসায় ছিলাম। এখন আমি ১০০ শতাংশ ফিট ও অনুশীলন শুরু করে দিয়েছি। আপনাদের চিন্তা ও আশীর্বাদের জন্য ধন্যবাদ এবং আপনাদের জানিয়ে দিতে চেয়েছি আমার স্বাস্থের ব্যাপারে এবং আমি এখন পুরোপুরি ভালো আছি। মুখিয়ে আছি মরশুম শুরু হওয়ার জন্য। জয় ইস্টবেঙ্গল।"
গত মরশুমে এটিকে মোহনবাগানের হয়ে গোল্ডেন গ্লাভস জেতেন অরিন্দম। তবে এই মরশুমে মুম্বই সিটি এফসি থেকে অমরিন্দর সিংয়ের আগমণের জেরে গেমটাইমের অভাবে এটিকে মোহনবাগান থেকে রিলিজ নেন অরিন্দম।