মেসিকে ছাড়া খেলতে শিখেছে আর্জেন্টিনা, বড় বার্তা স্কালোনির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপে কী খেলবেন লিওনেল মেসি? ৩৭ বছরের মহাতারকা ইদানিং সময়ে বেশ চোট-আঘাতে ভুগছেন, যার জেরে জাতীয় দলের হয়ে সেভাবে নামতে পারছেন না। তবে মেসিকে ছাড়াই আর্জেন্টিনা যে ফর্ম দেখাচ্ছেন, তাতে স্পষ্ট, ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে নীল-সাদা ব্রিগেড।
এবার তারই বার্তা দিলেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। কলম্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্ব ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে স্কালোনি বলেছেন, "দল এমন একটি জায়গায় রয়েছে যেখানে তারা লিওকে নিয়ে বা লিওকে ছাড়াই একই ভাবে খেলতে পারে, যা আগে করা খুব কঠিন ছিল যেহেতু আমাদের কিছু খেলোয়াড় পাল্টাতে হয়েছিল। কিন্তু এখন আমাদের সেই প্রয়োজনীয়তা নেই এবং দল একই ভাবে কাজ করছে।"
গত মার্চ মাসে উরুগুয়ে ও ব্রাজিলের বিরুদ্ধে যোগ্যতা অর্জন পর্বের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি মেসি, কিন্তু সেই দুটি ম্যাচে দুরন্ত জয় পেয়েছিল আর্জেন্টিনা। ফলে স্কালোনির এই বার্তা কার্যত সঠিক, সেটা বলাই যায়। গত সপ্তাহে চিলির বিরুদ্ধে পরিবর্ত হিসেবে নেমেছিলেন মেসি। ভক্তরা আশা রাখছেন, কলম্বিয়ার বিরুদ্ধে শুরু থেকে খেলবেন তিনি।