বিশ্বকাপে আর্জেন্টিনা কাউকে ভয় পাবে না, স্পষ্ট বার্তা লিওনেল মেসির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০১৯ সাল থেকে টানা ৩৫ ম্যাচে অপরাজিত, সদ্য কোপা আমেরিকা ও লা ফিনালিসিমা জয় - আর্জেন্টিনা এই মুহুর্তে বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিধর দেশ হিসেবে নিজের অবস্থান স্পষ্ট করেছে। এবং আসন্ন বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে উঠে এসেছে আর্জেন্টিনা।
এবার অধিনায়ক লিওনেল মেসির লক্ষ্য, দিয়েগো মারাদোনার ১৯৮৬ বিশ্বজয়ের সেই মুহুর্ত কাতারে ফিরিয়ে আনার। আর সেই প্রত্যয়ে নিজেকে প্রস্তুত রাখছেন আর্জেন্টিনার অধিনায়ক।
সম্প্রচারকারক সংস্থাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে লিওনেল মেসি বলেছেন, "এখন আমরা ভালো করছি এবং লোকে উচ্ছ্বসিত হয়ে বলছে যে আমরা খেতাব নিয়ে ফিরব, কিন্তু পরিস্থিতি এমন নয়। বিশ্বকাপ খুব কঠিন, অনেক কিছু হতে হবে জেতার জন্য, এমন নয় যে শুধু আমরা ভালো করছি, এমন অনেক জিনিস রয়েছে যার জন্য আপনি বাদ পড়তে পারেন এবং অনেক দল রয়েছে যাদের লক্ষ্য আমাদের মতই এবং তারা ভালো করছে।"
"আমরা মুখিয়ে রয়েছি, আমরা লড়তে তৈরি, আমরা কাউকে ভয় পাচ্ছি না কারণ আমরা তৈরি যে কারোর বিরুদ্ধে খেলার জন্য, তবে অবশ্যই মানসিক শান্তি নিয়ে।"
এদিকে মেসি মনে করছেন, আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচটি দলের সুযোগ অনেকটা বাড়িয়ে দেবে। এই নিয়ে মেসি বলেছেন, "প্রথম ম্যাচের প্রথম কিছু মিনিট, স্নায়ু ও চিন্তাকে নিয়ন্ত্রণ করা কঠিন হবে। আমার মনে হয় প্রথম ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ জয় দিয়ে শুরু করলে মনে শান্তি আসবে।"
"গত বিশ্বকাপে, আমরা ড্র দিয়ে শুরু করেছিলাম এবং আমি সব সময় বলি যে যদি আমি পেনাল্টিতে গোল করতাম আর জিততাম, তাহলে কাহিনীটা অন্যরকম হত।"