ডি মারিয়া-মেসির যুগলবন্দীতে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টারে পৌঁছল আর্জেন্টিনা

আর্জেন্টিনা - ১ (আলেজান্দ্রো পাপু গোমেজ)
প্যারাগুয়ে - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার উত্তেজক ম্যাচে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল আর্জেন্টিনা। লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়ায় দুরন্ত যুগলবন্দীতে প্রত্যয়ী প্যারাগুয়েকে মাত করল আর্জেন্টিনা। ১০ মিনিটে ডি মারিয়ার পাসে কিপারের উপর দিয়ে গোল করেন আলেজান্দ্রো পাপু গোমেজ। এরপরেও গোল পেত আর্জেন্টিনা, কিন্তু ভিএআরের জন্য তা বাতিল হয়।
এদিকে দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ে বেশ ভালো খেলছিল। উইঙ্গার মিগুয়েল আলমিরনের দাপটে বেশ ভালো আক্রমণ হানছিল প্যারাগুয়ে। কিন্তু বল পজেশন বেশি থাকা সত্ত্বেও সুযোগের অপচয় করে গিয়েছে তারা। অন্যদিকে বেশ ফোকাসড ছিল আর্জেন্টিনা।
এই জয়ের জেরে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। আর এর জেরে কোয়ার্টার ফাইনালে উঠে গেল আর্জেন্টিনা। এদিকে কোপা আমেরিকায় গত ২৫ সাক্ষাতে আর্জেন্টিনাকে একবারও হারাতে পারেনি প্যারাগুয়ে। অন্যদিকে কোপা আমেরিকা ২০১৯ সেমিফাইনালের পর থেকে ১৬ ম্যাচ অপরাজিত রয়েছে মেসিরা। এদিকে জাভিয়ের মাসচেরানোকে টপকে আর্জেন্টিনার হয়ে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড গড়লেন লিওনেল মেসি।