এই তারকা ফুটবলারকে বাদ দিয়ে কোপা আমেরিকার দল ঘোষণা করল আর্জেন্টিনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার আসন্ন কোপা আমেরিকার জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এবং অবাক করার মত বিষয়, দলে সুযোগ পাননি তারকা উইঙ্গার লুকাস ওকাম্পোস।
সেভিয়ার হয়ে খেলা ২৬ বছরের এই উইঙ্গার বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে চিলির বিরুদ্ধে শুরু থেকে নেমেছিলেন। চলতি মরশুমে সেভিয়ার হয়ে লা লিগায় ১৪ গোল মেরেছিলেন ওকাম্পোস। ফলে এই বাদ দেওয়াটা বেশ অবাক করার মতই। এদিকে লুকাস আলারিও চোটগ্রস্থ হওয়া সত্ত্বেও তাকে দলে রেখেছেন স্কালোনি। যদি আগামী সপ্তাহের মধ্যে তিনি সুস্থ না হন, তাহলে তার পরিবর্তে রিভার প্লেটের ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজকে দলে ঢোকানো হবে।
এদিকে বাকি দলে তেমন কোনও চমক নেই। মেসি-আগুয়েরো-ডি মারিয়া সমৃদ্ধ আক্রমণভাগ রয়েছে। এদিকে তারকা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজও সুযোগ পেয়েছেন।
কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনার ২৮ সদস্যের দল -
গোলকিপার - ফ্র্যাঙ্কো আরমানি, এমিলিয়ানো মার্টিনেজ, জুয়ান মুসো, আগুস্টিন মারকেসিন।
ডিফেন্ডার - গোঞ্জালো মন্টিয়েল, নিকোলাস ওটামেন্ডি, জার্মান পেজ্জালা, নিকোলাস ট্যাগলিয়াফিকো, লুকাস মার্টিনেজ কুয়ার্তা, মার্কোস আকুনা, লিসান্দ্রো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা লুকেরো, ক্রিশ্চিয়ান রোমেরো।
মিডফিল্ডার - লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, ইজিকুয়েল পালাসিওস, নিকোলাস গোঞ্জালেজ, গুইদো রডরিগেজ, রডরিগো ডে পল, আলেজান্দ্রো গোমেজ, অ্যাঞ্জেল কোরেয়া, নিকোলাস ডমিনিগেজ।
ফরোয়ার্ড - লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, জোয়াকিন কোরেয়া, সের্জিও আগুয়েরো, লুকাস আলারিও।