ব্যর্থতার দায় নিয়ে এটিকে মোহনবাগানের কোচ থেকে পদত্যাগ করলেন আন্তোনিও হাবাস লোপেজ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত চার ম্যাচে জয় নেই, আর এর জেরে এই ব্যর্থতার দায় নিয়ে দায়িত্ব ছাড়লেন কোচ আন্তোনিও হাবাস লোপেজ। শনিবার এটিকে মোহনবাগানের তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে।
জানা গিয়েছে, বেঙ্গালুরু এফসি ম্যাচের পর কোচ আন্তোনিও হাবাস এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টকে দায়িত্ব ছাড়ার জন্য আবেদন করেছিলেন। আর এই নিয়ে শনিবার খেলোয়াড়দের ও সাপোর্ট স্টাফদের সাথে বৈঠকে বসে গোটা টিম ম্যানেজমেন্ট। আর সেখানে সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এটিকে মোহনবাগান থেকে বিদায় নিলেন আইএসএলের সর্বকালের সেরা কোচ।
আর এর জেরে আপাতত সবুজ-মেরুণ ব্রিগেডের দায়িত্ব নেবেন সহকারী কোচ ম্যানুয়েল ক্যাসালেনা।