এই ভারতীয় রেফারির আইএসএলে না থাকা নিয়ে সোচ্চার আন্তোনিও হাবাস!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত বছরের মত এই বছরও এটিকে মোহনবাগানের বড় ভরসা হয়ে উঠেছেন রয় কৃষ্ণা। তবে গত তিন ম্যাচে কিছুটা অফ কালার ছিলেন ফিজির এই ফরোয়ার্ড। এছাড়া বাজে রেফারিংয়ের শিকারও রয়েছে সবুজ-মেরুণ ব্রিগেড। এই পরিস্থিতিতে কোচ আন্তোনিও হাবাস কার্যত আওয়াজ তুললেন এই দুটি বিষয় নিয়ে।
এবারের আইএসএলে খারাপ রেফারিং ও ভিএআরের আগমণ নিয়ে হাবাস কার্যত আওয়াজ তুলেছেন। এছাড়াও, গত আইএসএল ফাইনালের রেফারি তেজস নাগভেঙ্করের এবারের আইএসএলে না থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন সবুজ-মেরুণের হেডস্যার।
এই নিয়ে এটিকে মোহনবাগান মিডিয়াকে হাবাস বলেছেন, "ভিএআর আসাটা সত্যিই ভালো হবে। কিন্তু প্রথম আইএসএলে যতটা ভালো রেফারিং হয়েছিল, এখন তার তুলনায় অনেক খারাপ হচ্ছে। তিনজন এমন রেফারি রয়েছে, যারা এই ধরণের ভুল সিদ্ধান্ত দিচ্ছেন। আমার প্রশ্ন একটাই, যে রেফারি (তেজস নাগভেঙ্কর) গত মরশুম ফাইনালের দায়িত্ব নিয়েছিলেন, সেই রেফারি আজ কোথায়? যে রেফারির উপর আপনারা এত ভরসা রেখেছেন যে মরশুমের সব থেকে বড় ম্যাচের দায়িত্ব পেয়েছেন, সে আজ কেন নেই এবারের আইএসএলে? কি হয়েছে?"
রয় কৃষ্ণার পেশাদারিত্ব ও খেলা নিয়ে হাবাস বলেছেন, "প্রথম দিনেও আমি যেমন বলেছিলাম, আজও তাই বলছি। দিনে দিনে ও আরও ভালো হয়ে উঠছে, এই আইএসএলের অন্যতম সেরা খেলোয়াড় হলেন রয়। হয়ত প্রতিটা ম্যাচে গোল পান না, কিন্তু প্রতিটা ম্যাচে আমার ও দলের একমাত্র ভরসা হয়ে থাকেন তিনি।"
শেষে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের জন্য ফিজি দলে ডাকা হয়েছে তারকা ফরোয়ার্ড রয় কৃষ্ণাকে। তবে কি সত্যিই এটিকে মোহনবাগান ছেড়ে জাতীয় দলে যাচ্ছেন রয়? এই নিয়ে হাবাস বলেছেন, "এই বিষয়ে আমায় এখনও অবধি কিছু জানানো হয়নি। আমি এখনও এই বিষয়ে অবগত নই।"