জামসেদপুর ম্যাচে দলে ফিরছেন তিরি, প্রতিপক্ষকে সমীহ করছেন আন্তোনিও হাবাস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মুম্বই সিটি এফসির কাছে ১-৫ এর লজ্জাজনক হারের পর এবার এটিকে মোহনবাগানের সামনে জামসেদপুর এফসি। গত ম্যাচের হার ভুলে কিভাবে আবারও পুরোনো ছন্দকে ফিরিয়ে আনবেন আন্তোনিও হাবাস লোপেজ। জামসেদপুর ম্যাচের আগে একাধিক প্রশ্নের উত্তর দিলেন স্প্যানিশ কোচ।
মুম্বই ম্যাচের ফলাফলে কোনও অজুহাত দিতে চান না হাবাস। তিনি বলেছেন, "ম্যাচটি এখন অতীত। আমরা কোনও অজুহাত খুঁজছি না। মুম্বই আমাদের থেকে অনেক ভালো খেলেছে।"
কলকাতার কোনও দলের দায়িত্ব নিয়ে প্রথমবার পাঁচ গোল খাওয়া, এতে কি কোনও প্রভাব ফেলেছে হাবাসের উপর? এর জবাবে স্প্যানিশ কোচ বলেন, "দুর্ঘটনা ঘটতেই পারে। তবে আমার কাছে যেটা যন্ত্রণার, তা হল আমাদের দীপক টাংরিকে লাল কার্ড দেওয়া হল, অথচ রেফারি মুর্তাদা ফলকে লাল কার্ড দিল না। এদিকে অফসাইড সিদ্ধান্তও অনেক ভুল হয়েছে। তবে আমি আগেও বলেছি, মুম্বই আমাদের থেকে অনেক ভালো খেলেছে।"
এদিকে কোচ আন্তোনিও হাবাস জানিয়ে দিয়েছেন, জামসেদপুর ম্যাচে ২০ সদস্যের স্কোয়াডে ফিরছেন স্প্যানিশ ডিফেন্ডার তিরি। চোটের কারণে এখনও অবধি একটি ম্যাচও খেলতে পারেননি তিনি। এছাড়া জামসেদপুর ম্যাচে কি ফর্মেশন নিয়ে নামবেন, সেটিও এখনও জানাননি এটিকে মোহনবাগানের হেডস্যার।
গত ম্যাচে রয় কৃষ্ণা ও হুগো বৌমোস ভালো খেলতে পারেননি। তবে নিজের দুই তারকা বিদেশীর এই অফ ফর্মে বিচলিত নন হাবাস। তিনি বলেছেন, "ওরাও তো মানুষ। ওরা প্রতিদিন নিজেদের শতভাগ দেয়, তবে গত ম্যাচে তা হতে পারেনি। আমি কেবল ওদের দোষ দেব না, দোষ গোটা দলেরই।"
সামনে এবার জামসেদপুর এফসি, আর বরাবরের মত প্রতিপক্ষকে সম্মান দিলেন হাবাস। তিনি বলেছেন, "জামসেদপুর এফসি খুবই ভালো দল। গতবারের তুলনায় ওদের আক্রমণ আরও জোরদার হয়েছে। খুব হাড্ডাহাড্ডি ও মানসম্পন্ন ম্যাচ হবে আশা করছি।"
শেষে জামসেদপুর এফসির কোন খেলোয়াড়দের নিয়ে সতর্কতা রাখা হবে, এর জবাবে হাবাস বলেন, "ওদের গোটা দলই শক্তিশালী। তবে ভালস্কিস ও মিডফিল্ডে অ্যালেক্স লিমার উপর নজর রাখতে হবে। ওদের ভারতীয় খেলোয়াড়রাও বেশ ভালো। ওদের দলে ভালো আক্রমণ ও শক্তিশালী ডিফেন্স রয়েছে।"