আনন্দমার্গীদের ডাকে বাংলার আদিবাসী মহিলারা এবার মাতলেন ফুটবলে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বাংলার রক্তে রয়েছে ফুটবল, আর তা বাংলার প্রতিটা কোণে প্রতিটা বাসিন্দার মধ্যেই খাটে, তা বলাই চলে। তবে আজ যখন ভারতবর্ষে ফুটবলের মাতামাতি ক্রমেই বাড়ছে, তখন বাংলার ফুটবলের উৎকর্ষও দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। আর সেই উৎকর্ষতায় এবার যোগ দিয়েছেন বাংলার আদিবাসীরা।
বাংলার ফুটবলে আদিবাসী সম্প্রদায় থেকে অসংখ্য পুরুষ ফুটবলার উঠে এসেছেন, এবার মহিলারাও সেই তালিকায় নাম লেখাতে চলেছেন। প্রাক্তন ফুটবলার সূর্য বিকাশ চক্রবর্তীর কথায় অনুপ্রাণিত হয়ে আনন্দমার্গীরা পুরুলিয়ায় আদিবাসী শিশু ও মহিলাদের ফুটবল প্রশিক্ষণ নিয়ে বিশেষ শিবির আয়োজন করেছেন।
আজ থেকে আট মাস আগে সূর্য বিকাশ চক্রবর্তী এক অনুষ্ঠানে ফুটবল সংক্রান্ত কিছু কথা বলেছিলেন, যা থেকে অনুপ্রাণিত হয়েছিল আনন্দমার্গীরা। এরপর সূর্য বিকাশের পরামর্শে প্রথমে বাচ্চাদের, তার পর মহিলাদের ফুটবল প্রশিক্ষণে উদ্যোগ নিয়েছে। আর সেই উদ্যোগ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
এই শিবিরটি এত জনপ্রিয় হয়েছে, যে কলকাতা থেকে মৈত্রী সংঘ নামক একটি মহিলা ফুটবল দল পুরুলিয়া এসেছে ফুটবলার বেছে নিতে। মূলত কলকাতা মহিলা ফুটবল লিগের জন্য এই ট্রায়াল করছেন কোচ আলপনা শীল।
এদিকে আনন্দমার্গীদের এই ফুটবল প্রশিক্ষণ নিয়ে একটি টেকনিক্যাল কমিটি গড়তে চলেছেন সূর্য বিকাশ চক্রবর্তী। যেখানে তিনি ছাড়াও রয়েছেন চন্দন দাস, পার্থ সেন প্রমুখ একাধিক প্রাক্তন খেলোয়াড়। এছাড়া তাদের ইচ্ছা রয়েছে এই ফুটবলারদের জন্য আবাসিক অ্যাকাডেমি গড়ার। মূলত বাঙালি আদিবাসী ছেলেদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।