এটিকে মোহনবাগানের হয়ে স্বপ্নপূরণের লক্ষ্যে অমরিন্দর সিং, নাসাফকে নিয়ে ভাবছেনই না

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এটিকে মোহনবাগানের কাছে সুযোগ রয়েছে এশিয়ায় ভারতের হয়ে ইতিহাস গড়ার। আর সেই ইতিহাস গড়ার পথে বড় কাঁটা মিশন উজবেকিস্তান। উজবেক ক্লাব এফসি নাসাফের বিরুদ্ধে ইন্টার জোনাল সেমি ফাইনাল খেলতে চুড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন হাবাসের ছেলেরা।
এই পরিস্থিতিতে, দলের সব থেকে বড় ভরসা তথা শেষ প্রহরী অমরিন্দর সিংয়ের কাছে এটি বড় চ্যালেঞ্জ। এর আগে বেঙ্গালুরু এফসির হয়ে এএফসি কাপের ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে অমরিন্দরের। আর এর জেরে সবুজ-মেরুণের নয়া প্রহরীর কাছে দায়িত্ব থাকবে এটিকে মোহনবাগানকে সেই চুড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার।
এফসি নাসাফের মত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে নিজেকে চাপমুক্ত রাখছেন অমরিন্দর। এটিকে মোহনবাগান মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে পাঞ্জাব তনয় বলেছেন, "আমার বিরুদ্ধে কোন দল খেলছে তা দেখে কখনও প্রস্তুতি নিই না। আমি সবসময়ই পরিশ্রম
করি এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি । নাসাফের বিরুদ্ধে সেটাই জারি থাকবে। প্রত্যেকটা ম্যাচই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ।"
এদিকে দুবাইয়ের অনুশীলনে মুগ্ধ হয়েছেন অমরিন্দর। ম্যাচ কঠিন হওয়া সত্ত্বেও এই প্রস্তুতিকে কাজে লাগাতে চান তিনি। আর এটিকে মোহনবাগানের সাথে স্বপ্নপূরণের আশা দেখছেন। অমরিন্দরের বার্তা, "বেঙ্গালুরুতে থাকাকালীন আমি এএফসি কাপ ফাইনালে খেলেছি । কিন্তু দুর্ভাগ্যবশত ট্রফিটা ছুঁতে পারিনি। এবছর আমাদের দল যেভাবে এগোচ্ছে তাতে আশা করছি সেই স্বপ্নপূরণ হবে। এই মরশুমে এটিকে মোহনবাগানের হয়ে আমি নিজের সবটা দিয়ে কাপ জিততে চাই। এটাই আমার এই মরশুমের অন্যতম লক্ষ্য।"
চ্যাম্পিয়ন দল মুম্বই সিটি এফসি থেকে অমরিন্দর যোগ দিয়েছেন এটিকে মোহনবাগানে। দুই দলের ডিফেন্সের তুলনা করতে অমরিন্দর বলেন, "দুটি দলই দেশের সেরা দল। মুম্বইতে আমি ফল, হারমেনদের সঙ্গে খেলেছি। এই মরশুমে আমি ম্যাকহিউ, তিরি এবং বেশ কিছু দক্ষ ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে পেয়েছি যারা ইতিমধ্যেই নিজেদের আইএসএলের সেরা হিসেবে প্রমাণ করেছে। ক্লিনশিট বজায় রাখতে আমরা নিজেদের মধ্যে আরও বোঝাপড়া বাড়ানোর চেষ্টা করছি।"
সব মিলিয়ে, অমরিন্দর আশাবাদী, গত বছর অল্পের জন্য সাফল্য না পাওয়া এটিকে মোহনবাগানের সংসারে আসবে খেতাবের সুখ।