এএফসি প্রদত্ত রোডম্যাপ পিছোলে কঠিন পদক্ষেপ নেবে আইলিগের দলগুলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার নয়াদিল্লিতে এফএসডিএল-এর সাথে বৈঠকে বসে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এবং একাধিক রিপোর্ট অনুযায়ী, সেই বৈঠকে আলোচিত হয়েছে যে এএফসির যে রোডম্যাপ নির্ধারিত হয়েছে, সেটিকে দুই বছর স্থগিত করা যাবে কিনা।
এএফসির পূর্বনির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, পরের মরশুম থেকে আইলিগ চ্যাম্পিয়নরা সরাসরি আইএসএলে যোগ্যতা অর্জন করবে। এবং দুই মরশুম পর, আইএসএলের একটি দল অবনমিত হবে আইলিগে।
কিন্তু একাধিক রিপোর্ট অনুযায়ী, কোভিড পরিস্থিতির কারণে সেই রোডম্যাপ আরও দুই বছর পিছোতে পারে। অর্থাৎ দুই মরশুম পরে আইলিগ চ্যাম্পিয়নরা আইএসএলে উঠতে পারবে, এবং তারও দুই মরশুম পর আইএসএলে আসবে অবনমন।
এবং এতে স্বাভাবিকভাবেই অসুবিধা হবে আইলিগ দলগুলির। কারণ এবারের আইলিগে চ্যাম্পিয়ন হলেই আইএসএলে যোগ্যতা অর্জন করার সুযোগ ছিল দলগুলির। আর সেই কারণে ইতিমধ্যেই ভালোভাবে দলগঠন করেছে একাধিক টিম। কিন্তু এই খবর উঠে আসায় স্বাভাবিকভাবেই জল্পনা বাড়ছে।
এক্সট্রা টাইম বাংলার সাথে বিশেষ ফোনালাপে এমনটাই জানিয়েছেন মহামেডান স্পোর্টিং ক্লাবের ইনভেস্টর বাঙ্কারহিলের শীর্ষকর্তা দীপক কুমার সিং। তিনি বলেছেন, "পুরোটাই জল্পনা। ফেডারেশনের তরফ থেকে এই নিয়ে কোনও আলোচনা করা হয়নি। রোডম্যাপটা আগের মতই থাকবে। আশা করছি এআইএফএফের থেকে সরকারি ঘোষণা পাব।"
তবে যদি এই জল্পনা সত্যি হয়, সেক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন তারা? এই নিয়ে দীপক সিং বলেছেন, "যদি এমনটা হয়, তাহলে সকল আইলিগ দলগুলির কঠিন পদক্ষেপ নেওয়া উচিত। এএফসির সাথে আলোচনায় আমাদের এই রোডম্যাপ তৈরি করা হয়েছে। যদি এর অন্যথা হয় তাহলে আইলিগের দলগুলি বিদ্রোহে নামবে।"
সব মিলিয়ে, আবারও এই রোডম্যাপ নিয়ে জল্পনা-কল্পনা উঠে এলই।