বাংলায় ম্যাচ কমিশনার তৈরিতে বিশেষ উদ্যোগ আইএফএ ও এআইএফএফের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সাথে হাত মিলিয়ে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন একটি বিশেষ পাইলট পরিকল্পনায় নিয়োজিত হয়েছে, যেখানে বাংলা থেকে রাজ্যস্তরে ফুটবল প্রশাসন ও অপারেশনসে শক্তিশালী হতে ম্যাচ কমিশনার তৈরি করা হবে।
এই পরিকল্পনার অংশ হিসেবে কলকাতার অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাবে তিন দিন ধরে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়, যা শেষ হয়েছে বুধবার অর্থাৎ ১১ জুন। এই সেমিনারে প্রধান নির্দেশক হিসেবে ছিলেন ঝাড়খন্ডের বিনোদ কে সিং ও সহকারী নির্দেশক ছিলেন বাংলার স্বাগত ভট্টাচার্য। বাংলার বিভিন্ন জেলা থেকে ২৬ এর বেশি মানুষ অংশগ্রহণ করেছিল এই সেমিনারে।
এই সেমিনারে মূলত ক্লাসরুম সেশন, প্র্যাক্টিক্যাল এবং শেষ দিনে লিখিত ও প্র্যাক্টিক্যাল পরীক্ষা করা হয়। এই পরিকল্পনার মাধ্যমে আইএফএ প্রতিযোগিতা সহ রাজ্য স্তরের প্রতিযোগিতাগুলিতে ম্যাচ অপারেশন ও পরিচালনার মান যাতে বাড়ানো যায়, তার চেষ্টা করা হয়েছে।