দীপক টাংরির লাল কার্ডের বিষয়ে এই বড় ঘোষণা করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত ১ ডিসেম্বর ফতোরদায় মুম্বই সিটি এফসির বিরুদ্ধে লাল কার্ড দেখে বেরিয়ে যান এটিকে মোহনবাগানের ডিফেন্ডার দীপক টাংরি। মুম্বইয়ের ফরোয়ার্ড বিক্রম প্রতাপ সিংকে ফাউল করার কারণে লাল কার্ড পান টাংরি। আর এই লাল কার্ড তুলে নেওয়া নিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে চিঠি পাঠিয়েছিল এটিকে মোহনবাগান।
এবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি সিদ্ধান্ত নিয়েছে, দীপক টাংরির বিরুদ্ধে আর কোনও ব্যবস্থা নেওয়া হবে না। জানা গিয়েছে, এটিকে মোহনবাগানের ক্ষমা প্রার্থনার চিঠিতে সন্তুষ্ট হয়ে দীপক টাংরিকে একটি কড়া হুঁশিয়ারি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এর জেরে, আগামী দিনে এরকম কোনও ঘটনা ঘটলে, বড়সড় শাস্তির মুখে পড়তে হবে দীপককে। তবে এর জেরে শনিবার চেন্নাইন ম্যাচের জন্য উপলব্ধ হলেন দীপক, যেহেতু জামসেদপুর এফসি ম্যাচে তার সাসপেনশন শেষ হয়ে গিয়েছিল।