না জানিয়ে কেন AIFF সভাপতিকে সম্মান দিলেন IFA সচিব-সভাপতি? উঠল জোর দ্বন্দ্ব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আবারও বিতর্কে জড়াল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। দিল্লিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নয়া সভাপতি কল্যাণ চৌবেকে শুভেচ্ছা ও সম্মান জানাতে চলে যান আইএফএ সচিব অনির্বাণ দত্ত ও সভাপতি অজিত ব্যানার্জি।
আর এই নিয়ে ক্ষোভ প্রকাশিত হয়েছে আইএফএ তথা বাংলা ফুটবলের কর্মকর্তাদের মধ্যে। কলকাতা ফুটবল লিগের হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে রয়েছেন বাংলার একাধিক ক্লাবের বড় বড় কর্মকর্তারা, সেখানে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বেশ কিছু বড় কর্তারা।
কেন কাউকে না জানিয়ে দিল্লিতে চলে গেলেন আইএফএ সচিব ও সভাপতি? এবং বিশেষ করে যে দিন তারা দিল্লি গিয়েছেন, সে দিন আইএফএতে জরুরি বৈঠক ছিল, কিন্তু শেষ মুহুর্তে সেটি বাতিল হয়েছে।
এই নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ সাদার্ন সমিতির সচিব তথা সহ সভাপতি সৌরভ পাল। হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি লিখেছেন, "আমার সাথে কাল ও পরশু বিকেলে কথা হয়েছিল আইএফএ সচিবের সাথে, কারণ খুব জরুরি একটি কাজ ছিল। সচিব বলেননি যে উনি বাইরে আছেন, আর তাছাড়া আইএফএর জরুরি একটি বৈঠক ডেকেছিলেন আইএফএ সচিব। আমি জানি বৈঠক বাতিল করা হয়েছে অন্য কারণে। সচিব গেলে নিশ্চই একবার জানাতেন। এটা তো কলকাতা থেকে বারাসাত যাওয়ার ব্যাপার না। দিল্লি যেতে এয়ার টিকিট কাটতে হয়।"
এদিকে সৌরভ পালের সাথে এই নিয়ে দ্বন্দ্ব বাঁধে ইউনাইটেড স্পোর্টসের শীর্ষকর্তা নবাব ভট্টাচার্য। তিনি লিখেছেন, "আইএফএ সচিবের কি ব্যক্তিগত কাজে দিল্লি যাওয়া বারণ? উনি কি আইএফএর টাকা দিয়ে টিকিট কেটেছেন? ছবিতে তো একা আইএফএ সচিব রয়েছেন? নাকি আইএফএ সচিব নরম মাটি? ব্যক্তিগত কাজে কেউ ফেডারেশন সভাপতির সাথে দেখা করা যায় না? এটা তো কোনও আলোচনা সভা নয়, ব্যক্তিগত উদ্যোগে সৌজন্য সাক্ষাৎ। এটা তো স্বাভাবিক ব্যাপার। তোমার ইচ্ছা হলে তুমি যেতে পারো। কে মানা করেছে।"
সব মিলিয়ে, আইএফএ তথা বাংলা ফুটবলের সংসারে ঘোর দ্বন্দ্ব বেঁধে গেল, তা বলাই যায়। এবং এটি বাংলা ফুটবলের পক্ষে ভালো বিজ্ঞাপন একেবারেই নয়।