WTC Final 2023 : নিজের আউট নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিলেন শুভমন গিল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চতুর্থ দিনে ৪৪৪ রানের বড় টার্গেট ভারতকে দেয় অস্ট্রেলিয়া। কিন্তু রান তাড়া করতে গিয়ে স্কট বোল্যান্ডের বলে খোঁচা দিয়ে আউট হন শুভমন গিল।
আরও পড়ুন - রাহানেকে নিয়ে লড়াই জারি কোহলির! শেষ দিনে ভারতের প্রয়োজন ২৮০ রান
কিন্তু রিপ্লেতে দেখা যায়, গিলের ক্যাচ যখন নিয়েছেন স্লিপে দাঁড়িয়ে থাকা ক্যামেরন গ্রিন, তখন বল কিছুটা মাটিতে ঘেঁষেছিল। আর এই নিয়ে বিতর্ক তৈরি হয় ক্রিকেটমহলে।
এবার নিজের এই আউট নিয়ে ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ করলেন গিল। গ্রিনের ক্যাচ ধরার একটি স্টিল ছবি শেয়ার করে হাততালির কয়েকটি ইমোজি দেন শুভমন।
এদিকে দিনের শেষে ভারত ১৬৪/৩ স্কোরে প্যাভিলিয়নে ফেরে। বাকি ৯৭ ওভারে ভারতের প্রয়োজন ২৮০ রান।