বাংলা ছেড়ে এবার ত্রিপুরায় প্লেয়ার-মেন্টর হিসেবে খেলবেন ঋদ্ধিমান সাহা?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিগত কিছু সময় ধরে নানা বিতর্কে জড়িয়ে ছিলেন ঋদ্ধিমান সাহা। জাতীয় দল থেকে বাদ পড়া, রঞ্জিতে বাংলার হয়ে না খেলার সিদ্ধান্ত - সব মিলিয়ে খবরের শিরোনামে ছিলেন ঋদ্ধি। বেশ কয়েক দিন আগেই ঋদ্ধিমান ও তার পরিবার জানিয়েছিলেন, বাংলার হয়ে ক্রিকেট খেলবেন না তিনি।
এবার কি তাহলে ত্রিপুরার হয়ে খেলতে চলেছেন ঋদ্ধিমান? বিশিষ্ট সংবাদ সংস্থা পিটিআইয়ের রিপোর্ট কিন্তু সেই কথা বলছে। শুধু খেলোয়াড় নয়, রঞ্জি ট্রফির প্লেট পর্যায়ে থাকা ত্রিপুরা দলের মেন্টর হিসেবেও ভূমিকা পালন করতে পারেন ঋদ্ধি।
এই নিয়ে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এক কর্মকর্তা বলেছেন, "উনি ত্রিপুরার হয়ে খেলোয়াড় তথা মেন্টরের দায়িত্ব পেতে চান। ত্রিপুরার কিছু অ্যাপেক্স কাউন্সিল সদস্যদের সাথে তিনি কথাবার্তা সেরেছেন, তবে এখনও কিছুই চুড়ান্ত হয়নি।"
এদিকে সেই কর্মকর্তা আরও বলেছেন, "প্রথমে ওনাকে সিএবি থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে, তারপর সেটি বিসিসিআইতে পাঠিয়ে বাকি কাজ করতে হবে।"
৩৭ বছর বয়সী ঋদ্ধিমান সাহার সাথে বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের দ্বন্দ্ব তৈরি হওয়ার খবর সামনে এসেছে। অভিযোগ এসেছিল, সিএবির যুগ্ম সচিব দেবব্রত দাসের কিছু কথাবার্তায় ক্ষুব্ধ হয়েছিলেন ঋদ্ধি।