মাঠকর্মী সেলফি তুলতে চাইলে খারাপ ব্যবহার করলেন রুতুরাজ গায়কোয়াড়! ক্ষুব্ধ ক্রিকেট বিশ্ব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার বেঙ্গালুরুতে টি২০ আন্তর্জাতিক সিরিজের নির্ণায়ক ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। আর এর ফলে সিরিজ ২-২ সমতায় শেষ হয়। যদিও কেবল ২১ বলেরই খেলা হয়েছে, তবে এই ম্যাচের একটি ঘটনা আলোচনায় উঠে এসেছে।
বৃষ্টির কারণে ডাগআউটে বসে ছিলেন ভারতের তরুণ ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। আর সেই সময়ে এক মাঠকর্মী ডাগআউটে এসে তার সাথে সেলফি তুলতে চান। কিন্তু রুতুরাজ হাত দিয়ে ইশারা করে তাকে দূরত্ব বজায় রাখতে বলেন।
আর রুতুরাজের এই ভঙ্গিমা পছন্দ হয়নি নেটিজেনদের। মাঠকর্মীর সাথে রুতুরাজের এই কাজকে অপমানজনক ও অবমাননাকর হিসেবে তুলে ধরেছে ক্রিকেট বিশ্ব। এমনকি, রোহিত-ধোনিদের মত সিনিয়ররা কেমন ব্যবহার করেন মাঠকর্মীদের সাথে, সেটিও শিখতে বলা হয়েছে। কে কি বলছে, দেখে নেওয়া যাক -