ফুটবলের মত এবার ক্রিকেটেও ক্লাব বিশ্বকাপ!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি বছরে বড় আকারে আয়োজন করা হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। বিশ্বের ৩২টি সফল ক্লাবের মধ্যে হবে এই বিশ্বকাপ। তবে ক্রিকেটে যেভাবে ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগের প্রসার বাড়ছে, তাতে ক্রিকেটেও কি ক্লাব বিশ্বকাপের পরিকল্পনা করা যায় না? এবার এই চিন্তাভাবনাই উসকে দিলেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের মুখ্য কর্তা রিচার্ড গুল্ড।
অতীতে ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড যৌথভাবে আয়োজিত করত চ্যাম্পিয়ন্স লিগ টি২০, যেখানে বিশ্বের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি দলগুলি খেলত। এবার সেই প্রতিযোগিতাকে নতুন করে চালু করার বার্তা দিলেন গুল্ড। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিচার্ড জানান, "পুরো বিষয়টা এখনও প্রাথমিক স্তরে রয়েছে। অদূর ভবিষ্যতে হয়তো বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে।"
২০০৯ সালে চালু হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ টি২০। তবে প্রতিযোগিতাটি দর্শকদের আকর্ষণ না করতে পারায় ২০১৪ সালে হঠাতই বন্ধ হয়ে যায়।