জয়ের রাস্তায় থেকেও রাজকোটে প্রোটিয়ার বিরুদ্ধে এই পরিবর্তন করতে পারে ভারত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ০-২ ফলে পিছিয়ে থাকার পর বিশাখাপত্তনমে গুরুত্বপূর্ণ জয় হাসিল করেছিল ভারত। আর এর ফলে পাঁচ ম্যাচের টি২০ আন্তর্জাতিক সিরিজে এখনও লড়াইয়ে রয়েছে ঋষভ পন্থের টিম ইন্ডিয়া। এবার রাজকোটে সেই জয়ের ধারাকে বজায় রাখার চেষ্টায় থাকবে তারা।
কিন্তু জয়ের পথে থাকলেও প্রথম একাদশে পরিবর্তন করতে পারে টিম ইন্ডিয়া। তারকা পেসার আভেশ খান চলতি সিরিজে এখনও অবধি উইকেট পাননি। এছাড়া প্রচুর রানও দিয়ে এসেছেন।
এর ফলে অফ ফর্মে থাকা আভেশ খানকে সরিয়ে আরশদীপ সিং কিংবা উমরান মালিককে সুযোগ দিতে পারেন কোচ রাহুল দ্রাবিড়। যদিও এক্ষেত্রে আরশদীপের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু ডেথ ওভারে তিনি যথেষ্ট উপযোগী।
নেটে বোলিং কোচ পরস মামব্রের সাথে অনেকটা সময় কাটিয়েছেন আরশদীপ। এছাড়া উমরান মালিকের গতি অস্বাভাবিক হলেও রাহুল দ্রাবিড় এখনই তাকে নামানোর বিষয়ে পক্ষপাতী হবেন না। তাছাড়া আসন্ন টি২০ বিশ্বকাপে একজন ভালো ডেথ বোলারের খোঁজে রয়েছে টিম ইন্ডিয়া, যার ফলে আরশদীপকে সুযোগ দিয়ে তাকে পরীক্ষা করবে ভারত।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ - রুতুরাজ গায়কোয়াড়, ইশান কিশান, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হর্ষাল প্যাটেল, আরশদীপ সিং / আভেশ খান, ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহাল।