রোহিতের ছক্কায় আঘাত পান ছোট্ট মেয়ে! ম্যাচের পর এই কাজ করে হৃদয় জিতলেন হিটম্যান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ওভালে ইংল্যান্ড বনাম ভারতের প্রথম ওয়ানডে ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন রোহিত শর্মা। অপরাজিত ৭৬ রান করে ভারতকে সহজ ম্যাচ জিতিয়ে আসেন। কিন্তু ব্যাটিং করার সময়ে বড়সড় দুর্ঘটনা অজান্তেই ঘটিয়ে ফেলেছিলেন হিটম্যান।
ভারতীয় ইনিংসের পঞ্চম ওভারে, ইংরেজ পেসার ডেভিড উইলিয়ার পিচড আপ ডেলিভারিতে রোহিত পুল শট মেরে স্কোয়ার লেগ বাউন্ডারির উদ্দেশ্যে মারেন। এবং সেটি স্ট্যান্ডে গিয়ে পড়লেও আঘাত করে এক ছোট্ট মেয়েকে, যে তার বাবার সাথে খেলা দেখতে এসেছিল।
তবে ম্যাচের পর রোহিত এমন কাজ করলেন, হৃদয় জিতে নিয়েছেন সকলের। ম্যাচের পর রোহিত সেই ছোট্ট মেয়েটিকে খুঁজে বের করে তাকে একটি টেডি বেয়ার ও কিছু চকোলেট উপহার দেন।
যদিও সেই ঘটনাটির সময়ে খেলা সাময়িক স্থগিত থাকে। তড়িঘড়ি ইংল্যান্ড দলের ফিজিও ও ডাক্তাররা সেই মেয়েটির সুশ্রুষার জন্য ছুটে যায়। যদিও স্বস্তির খবর, মেয়েটির গুরুতর কিছু হয়নি। এবং নিশ্চিন্ত হওয়ার পর খেলা পুনরায় শুরু হয়।
খেলার কথা বললে, জসপ্রীত বুমরাহের আগুনে বোলিংয়ে মাত্র ১১০ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। জবাবে রোহিত ও শিখর ধাওয়ানের উদ্বোধনী জুটিতেই কাঙ্খিত লক্ষ্য ১৮.৪ ওভারে তুলে নেয় ভারত।