বিরাট কোহলিকে কেন দল থেকে বাদ দেওয়া হবে না? বড় প্রশ্ন তুললেন কপিল দেব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত তিন বছর রানের মধ্যে নেই বিরাট কোহলি, এবং এর জেরে সমর্থকদের হতাশা বেড়েই চলেছে। সামনেই টি২০ বিশ্বকাপ, আর এই পরিস্থিতিতে বিরাটের অফ ফর্ম ভাবাচ্ছে অনেককেই।
কিন্তু এই অফ ফর্ম সত্ত্বেও কেন বিরাট টি২০ দলে রয়েছেন, সে নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তিনি মনে করেন, রবিচন্দ্রন অশ্বিনের মত বড়মাপের স্পিনারকে যদি টেস্ট দল থেকে বাদ দেওয়া যেতে পারে, তাহলে কেন অফ ফর্মে থাকা বিরাট কোহলিকে বাদ দেওয়া যাবে না।
আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে দুই নম্বর স্থানে থাকা ও টেস্টে ৪৫০ এর বেশি উইকেট নেওয়া রবিচন্দ্রন অশ্বিন সুযোগ পাননি সদ্য এজবাস্টন টেস্টে। এই পরিস্থিতিতে কপিলের এমন প্রশ্ন উঠে আসছে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কপিল দেব বলেন, "এখন এমন পরিস্থিতি হয়ে গিয়েছে যে আপনাকে বাধ্য হয়ে কোহলিকে টি২০ দলের একাদশ থেকে বাদ দিতে হবে। যদি বিশ্বের দুই নম্বর বোলার অশ্বিনকে টেস্ট দল থেকে বাদ দেওয়া হতে পারে, তাহলে এককালে বিশ্বের এক নম্বর ব্যাটারকেও সরিয়ে দেওয়া উচিত।"
এদিকে কপিল দেব মনে করেন, নিজের পুরোনো স্বত্ত্বার ছায়া হিসেবে বর্তমানে রয়েছেন কোহলি। এই নিয়ে কপিল দেব বলেছেন, "বিরাট সেই পর্যায়ে ব্যাট করছেন না যেমনটা তিনি এত বছর করে এসেছেন। উনি নিজের পারফর্মেন্সের মাধ্যমে নিজের নাম তৈরি করেছেন, কিন্তু যদি উনি পারফর্ম না করেন, তাহলে আপনি পারফর্ম করা তরুণদের দলের বাইরে রাখতে পারেন না।"
এদিকে, কপিল দেব মনে করেন, ওয়েস্ট ইন্ডিজ সফরে বিরাটকে বিশ্রাম নয়, বাদ দেওয়া হয়েছে। এই নিয়ে কপিল বলেছেন, "আপনি বলতে পারেন এটি বিশ্রাম, আবার কেউ বলতে পারে তাকে বাদ দেওয়া হয়েছে। প্রত্যেকের নিজস্ব ধারণা থাকতে পারে। যদি নির্বাচকরা কোহলিকে না বাছেন, তার কারণ হবে একজন বড় খেলোয়াড় পারফর্ম করছেন না।"
শেষে কপিল দেব বলেন, "ফর্মে থাকা খেলোয়াড়দের খেলান যখন আপনার কাছে প্রচুর অপশন রয়েছে। আপনি কেবল নাম নিয়ে চলতে পারেন না, আপনাকে বর্তমান ফর্ম দেখতে হবে। আপনি একজন প্রতিষ্ঠিত খেলোয়াড় হতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে পাঁচ ম্যাচে ব্যর্থ হওয়ার পরেও আপনাকে সুযোগ দেওয়া হবে।"