এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিততে এই একাদশ নিয়ে নামতে পারে টিম ইন্ডিয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ১ জুলাই বার্মিংহ্যামের এজবাস্টনে পুনঃনির্ধারিত পঞ্চম টেস্টে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হল, তাহলে কি অধিনায়ক তথা ওপেনার রোহিত শর্মাকে ছাড়াই নামবে টিম ইন্ডিয়া? জসপ্রীত বুমরাহের নেতৃত্বে খেলতে হবে ভারতকে!
একাধিক রিপোর্ট অনুযায়ী, দ্বিতীয়বার করোনা পজিটিভ আসার জন্য ছিটকে গিয়েছেন রোহিত। যদিও কোচ রাহুল দ্রাবিড় এখনও জানিয়েছেন যে তিনি ছিটকে যাননি। যদি দুটি আরটি-পিসিআর টেস্ট নেগেটিভ আসে, তাহলে খেলতে পারবেন রোহিত। নইলে জসপ্রীত বুমরাহ নেতৃত্ব দেবেন।
এই পরিস্থিতিতে প্রশ্ন, রোহিত শর্মার পরিবর্তে শুভমন গিলের সাথে কে ওপেন করবেন? গত দুই দিনের অনুশীলন পর্ব দেখে যা সম্ভাবনা, হনুমা বিহারী ও চেতেশ্বর পুজারার মধ্যে কেউ এই দায়িত্ব পেতে পারেন। নেটে দীর্ঘ সময় ধরে ব্যাট করতে দেখা গিয়েছে পুজারাকে। বুধবার নেট সেশনের শুরুতে শুভমন গিলের সাথে ব্যাট করছিলেন পুজারা।
যদিও বার্মিংহ্যামে কেএল রাহুলের ব্যাকআপ হিসেবে এসেছেন মায়াঙ্ক আগরওয়াল, কিন্তু যা সম্ভাবনা তাতে তিনি সুযোগ নাও পেতে পারেন। তবে মিডল অর্ডারের দূর্বলতার কথা মাথায় রেখে, হয়ত পুজারা তিন নম্বরে খেলতে পারেন। সেক্ষেত্রে হনুমাই ওপেন করতে পারেন।
এদিকে প্রস্তুতি ম্যাচে বিরাট কোহলির রানে ফিরে আসাটা ইতিবাচক দিক বটেই। স্বাভাবিক ভাবেই, তিনি চার নম্বরে নামবেন। এবং তারপর শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা নামবেন। এদিকে রবিচন্দ্রন অশ্বিন ও শার্দুল ঠাকুরের একজন খেলতে পারেন। যদিও দুই তারকাই বুধবার নেটে দীর্ঘ সময় কাটিয়েছেন।
পেস বোলিং বিভাগে নিঃসন্দেহে মহম্মদ সিরাজ ও মহম্মদ শামি জুটি বাঁধবেন জসপ্রীত বুমরাহের সাথে।
দেখে নেওয়া যাক ইংল্যান্ডের বিরুদ্ধে পুনঃনির্ধারিত পঞ্চম টেস্টের জন্য ভারতের সম্ভাব্য একাদশ -
শুভমন গিল, হনুমা বিহারী, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর / রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।