এশিয়া কাপের ভবিষ্যত কী? জানতে পড়ুন...

এক্সট্রাটাইম বাংলা ওয়েব ডেস্কঃ করোনার ভাইরাসের মারণ থাবায় একের পর এক ক্রীড়া প্রতিযোগিতা বাতিল হয়ে যাচ্ছে। এবার সেই তালিকায় এশিয়া কাপের নামও জুড়তে চলেছে। যা গতবারের মত এবারও টি-টিয়েন্টি ফরম্যাটে আয়োজিত হওয়ার কথা ছিল। টোকিও অলিম্পিক ইতিমধ্যেই এক বছর পিছিয়ে গিয়েছে। ইউরো কাপ, কোপা আমেরিকাও হবে পরের বছর। এবছর উইম্বলডনও হচ্ছে না। কয়েক মাস পিছিয়ে গিয়েছে ফরাসি ওপেন। আইপিএলের ভবিষ্যত নিয়েও দুশ্চিন্তায় বিসিসিআই। সদ্য পিছিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া-বাংলাদেশের টেস্ট সিরিজ। এই অবস্থায় সেপ্টেম্বরে হতে চলা এশিয়া কাপকেও অনিশ্চিত বলে মনে করছে ক্রিকেট মহল।
প্রসঙ্গত এবার এশিয়া কাপের আয়োজক হল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু পাকিস্তানে গিয়ে টিম ইন্ডিয়া খেলবে না, সেটা আগেই জানিয়ে দেওয়া হয়েছে। তাই পিসিবি সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজন করবে। কিন্তু, সেখানেও এই মুহূর্তে এখন লকডাউন চলছে। যা আরও বাড়বে। ফলে প্রতিযোগিতার ভবিষ্যত নিয়ে তৈরি হয়েছে চূড়ান্ত সংশয়।
এই বিষয়ে পিসিবি'র চেয়ারম্যান এহেসান মানি বলেছেন, "এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এখনও অবশ্য কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পুরো বিশ্ব জুড়েই এখন অনিশ্চিত অবস্থা। সেপ্টেম্বরে পরিস্থিতি কী দাঁড়াবে, তা এখনই বলা মুশকিল। পুরোটাই নির্ভর করছে অনেকগুলো ফ্যাক্টরের উপর। এখন জল্পনা করে লাভ হবে না। হয়তো চলতি মাসের শেষে পরিস্কার ছবি দেখা যেতে পারে।"