ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ওভারে কেন মহম্মদ সিরাজ? জেনে নিন অন্দরমহলের কাহিনী

এক্সট্র টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে থ্রিলার ম্যাচ জেতে ভারত। কাইল মায়ার্স ও ব্র্যান্ডন কিংয়ের দুরন্ত অর্ধশতরান সত্ত্বেও মাত্র তিন রানের জন্য জয় হাতছাড়া হয় ওয়েস্ট ইন্ডিজের।
শেষ ওভারে ১৫ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের, আর এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়া বেছে নেয় তারকা পেসার মহম্মদ সিরাজকে। শেষ অবধি স্নায়ুচাপ বজায় রেখে ভারতকে জিতিয়ে আসেন সিরাজ। কিন্তু কেন সিরাজকে অন্তিম ওভার দেওয়া হল?
এই নিয়ে উত্তর দিলেন ভারতের তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে চাহাল বলেন, "আমাদের বিশ্বাস ছিল যে সিরাজ শেষ ওভারে ১৫ রান ডিফেন্ড করতে পারবে কারণ যেভাবে উনি নিজের ইয়র্কারগুলি দিচ্ছিলেন। শেষ দুই ওভারেও, উনি হয়ত এক কি দুইটি ইয়র্কার মিস করেছেন। আত্মবিশ্বাস ছিল, কিন্তু তার সাথে চাপও ছিল যেভাবে ওরা (ওয়েস্ট ইন্ডিজ) ব্যাট করছিল। যখন সঞ্জু স্যামসন ওয়াইড বলটিকে বাঁচালেন, তখন আমাদের আত্মবিশ্বাস আরও বেড়ে গিয়েছে।"
শীর্ষস্থানীয় খেলোয়াড়দের ছাড়া এই ওয়ানডে সিরিজে নামছে ভারত, এর ফলে কি কোনও চাপ রয়েছে তরুণদের? এই নিয়ে চাহাল বলেছেন, "এই তরুণরা প্রচুর ম্যাচ খেলেছে, ওদের আইপিএল ও প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রচুর অভিজ্ঞতা রয়েছে। আপনি কখনই বলতে পারেন না যে এই লাইন-আপ অনভিজ্ঞ।"
প্রথমে ব্যাট করে শিখর ধাওয়ানের ৯৭, শুভমন গিলের ৬৪ ও শ্রেয়াস আইয়ারের ৫৪ রানের সুবাদে ভারত ৫০ ওভারে ৩০৮/৭ তোলে। জবাবে ৩০৫/৬ স্কোরেই আটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর ও যুজবেন্দ্র চাহাল দুটি করে উইকেট নেন।