পুরোনো গুরু রবি শাস্ত্রীকে শ্যাম্পেনের বোতল উপহার দিলেন ঋষভ পন্থ - দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে ১১৩ বলে অপরাজিত ১২৫ রানের অনবদ্য ইনিংস খেলেন ঋষভ পন্থ, আর সেই ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতে ভারত। স্বাভাবিক অর্থেই ম্যাচের সেরা খেলোয়াড়ের তকমা অর্জন করেন ঋষভ, পুরষ্কার হিসেবে গ্রহণ করেন দামী শ্যাম্পেনের বোতল।
কিন্তু সেই শ্যাম্পেনের বোতল তিনি উপহার দিলেন বিশেষ কাউকে। তিনি কে? ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। সদ্য ইংল্যান্ড-ভারত সিরিজে ধারাভাষ্যের দায়িত্ব পালন করেন শাস্ত্রী। আর সেই সময়ে পুরোনো গুরুর উদ্দেশ্যে কার্যত গুরুদক্ষিণা দিয়ে বসেন পন্থ।
এক দর্শকের তোলা ভিডিওতে দেখা গিয়েছে, পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের পর, ঋষভ পন্থ হেঁটে যান রবি শাস্ত্রীর দিকে। এরপর একে অপরকে আলিঙ্গন করার পর, ভারতের কিপার-ব্যাটার নিজের শ্যাম্পেনের বোতলটি উপহার দেন রবি শাস্ত্রীকে।
আর এই নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে ক্রিকেট জগতে। অনেকে ঋষভ পন্থের এই কাজে প্রচন্ড খুশি, আবার অনেকে রবি শাস্ত্রীর এই শ্যাম্পেনের বোতল গ্রহণ করা নিয়ে ট্রোল শুরু করেছে। আসলে রবি শাস্ত্রী ও মদ্যপানের মধ্যে এক বিশেষ সম্পর্ক অত্যন্ত পরিচিত, এবং এই সম্পর্ককে স্বীকারও করেন শাস্ত্রী।
দেখুন ভিডিও -