সৌরভের নেতৃত্বকে উল্লেখ করে বিরাটের অধিনায়কত্ব তুলে ধরলেন বীরেন্দ্র সেহওয়াগ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সৌরভ গাঙ্গুলি ও বিরাট কোহলি - ভারতীয় ক্রিকেটের দুই আক্রমণাত্মক অধিনায়ক। দুই অধিনায়কের শৈলীই একপ্রকার একরকম, তবে প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ মনে করেন, সৌরভের মধ্যে যে গুণ ছিল, তা নেই বিরাটের মধ্যে।
একটি টক শোয়ের সাক্ষাতকারে সেহওয়াগ জানান, সৌরভ গাঙ্গুলি যেভাবে দলটি তৈরি করেছেন এবং খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন, আদৌ বিরাট তা করেছেন কিনা তা সন্দেহ।
এই নিয়ে সেহওয়াগ বলেছেন, "সৌরভ গাঙ্গুলি একটি নতুন দল তৈরি করেছিলেন, নতুন খেলোয়াড়দের এনেছেন এবং তাদের ওঠাপড়ায় পাশে দাঁড়িয়েছেন। আমার সন্দেহ হয় আদৌ বিরাট এমনটা করেছেন কিনা।"
এছাড়াও সেহওয়াগ উল্লেখ করেছেন যে সেরা অধিনায়ক সেইই হয় যিনি দল তৈরি করতে পারেন এবং নিজের খেলোয়াড়দের আত্মবিশ্বাস প্রদান করতে পারেন। যদিও বিরাট কোহলি কিছু খেলোয়াড়কে সমর্থন করেছিল, তবে অনেকেই সমর্থন পাননি।