রিপোর্ট : বিরাট কোহলির টি২০ ভবিষ্যৎ নির্ধারিত হবে এই ইংল্যান্ড সফরেই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার বিসিসিআইয়ের তরফ থেকে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। এবং এই সিরিজে একাধিক অভিজ্ঞ তারকাকে না রাখায় প্রশ্ন উঠেছে নির্বাচকদের দলগঠন নিয়ে। যদিও যা খবর, তাতে ইংল্যান্ড সফরে থাকা একাধিক খেলোয়াড়কে বিশ্রাম দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ওয়ানডে সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ আন্তর্জাতিক সিরিজ খেলতে হবে ভারতকে। এবং টি২০ বিশ্বকাপ সামনে আসায় সেই সিরিজে মূখ্য খেলোয়াড়দের অন্তর্ভুক্তি হবে, এমনটাই ধারণা করা হচ্ছে।
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, রোহিত শর্মা, ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়া টি২০ সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে উড়ে যাবেন। যদিও তারকা পেসার জসপ্রীত বুমরাহ যাবেন না ক্যারিবিয়ানে, এমনটাই রিপোর্টের খবর।
এই নিয়ে টাইমস অফ ইন্ডিয়াকে বিসিসিআইয়ের এক সূত্র বলেছেন, "টি২০ আন্তর্জাতিকের জন্য দল নির্বাচন করা হয়নি যেহেতু শীর্ষস্থানীয় খেলোয়াড়দের জন্য বিশ্রাম নির্ধারিত করা হয়েছে। রোহিত, পন্থ ও পান্ডিয়া ওয়েস্ট ইন্ডিজে টি২০ খেলবে। বুমরাহ সম্ভবত ক্যারিবিয়ানে যাবেন না।"
কিন্তু এই শীর্ষস্থানীয় খেলোয়াড়দের তালিকায় একজনের নাম নেই, সেটি হল বিরাট কোহলি। বিগত বেশ কিছু সময় ধরে টি২০ ফর্ম্যাটে বিরাট কোহলির খারাপ ফর্ম ভাবাচ্ছে নির্বাচকদের। আর এই পরিস্থিতিতে বিরাটের টি২০ আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে উঠে আসছে প্রশ্নচিহ্ন।
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, আগামী ১০ দিনের মধ্যে ইংল্যান্ডে হতে চলা টি২০ ও ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচগুলিতে বিরাট কোহলি কেমন পারফর্ম করেন, সেটির উপর নির্ভর করবে তার টি২০ ভবিষ্যতের উপর। বলা বাহুল্য, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ না খেললেও সিরিজের বাকি দুটি ম্যাচ খেলবেন বিরাট। এবং ওয়ানডে সিরিজের তিনটী ম্যাচেই খেলবেন কোহলি।
এই নিয়ে বিসিসিআইয়ের সেই সূত্র বলেছেন, "বিরাট কোহলির কথা বললে, দেখতে হবে টিম ম্যানেজমেন্ট কি চাইছে টি২০ বিশ্বকাপের জন্য। ইংল্যান্ডে সীমিত ওভারের সিরিজ কোহলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।"