ড্রেসিংরুমে খাওয়ার একটি ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড বিরাট কোহলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ওভালে চলতি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় দিনে ভারতের অন্যতম সেরা তারকা-খচিত ব্যাটিং লাইন আপ প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৬৯ রানের জবাবে রোহিত ব্রিগেড দ্বিতীয় দিনে শেষে ৫ উইকেট হারিয়ে করেছে ১৫১ রান।
অধিনায়ক রোহিত শর্মা ১৫, সেইসঙ্গে দলের অন্যতম তারকা ব্যাটার বিরাট কোহলি ১৪ রান করে আউট হন। কোহলি ও রোহিতকে এদিন ভালো ছন্দে দেখা গেলেও পরবর্তীতে বড় রান করতে ব্যর্থ তারা।
এরপরই ড্রেসিংরুমে বিরাট কোহলির খাবার খাওয়ার একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ও কোহলিকে ট্রোলড করা হয়। যেখানে দেখা যায় কোহলি, শুভমান গিল, ঈশান কিশান এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে হাসতে। দলের ব্যাটিং বিপর্যই সত্বেও দলের সাজঘরের এই ছবি সমর্থকরা ভালভাবে নেননি। এরপরই সমর্থকরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিরাটকে তীব্র আক্রমণ করা হয়।
আরও পড়ুন: WTC ফাইনালে দ্বিতীয় দিনের শেষেও চালকের আসনে অস্ট্রেলিয়া
মিচেল স্টার্কের একটি ডেলিভারি কোহলির ব্যাটে এজে লেগে স্লিপে ক্যাচ হয়ে যায়। কোহলির ক্যাচটি নেন স্টিভ স্মিথ। ভারতীয় তারকা ব্যাটসম্যান ৩১ বলে মাত্র ১৪ রান করেন।বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় দিনের শেষে ভারত ৫ উইকেটে ১৫১ রান করে। প্রথম ইনিংসে অজিদের থেকে এখনও ৩১৮ রানে পিছিয়ে ভারত।