“মাঝেমধ্যে অন্য ভাবনা এসেছিল ঠিকই...” – আইপিএল জিতে একী বললেন বিরাট কোহলি?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ অবশেষে বহু প্রতীক্ষিত আইপিএল ট্রফি জিতে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০২৫ আইপিএল জিতে ম্যাচের পর বিরাট কোহলির চোখে জল ছিল, গলায় কাঁপন—এক অনবদ্য আবেগঘন মুহূর্তে তিনি জানান, "আমি কখনো ভাবিনি এই দিনটা কোনোদিন আসবে। আমি এই দলের জন্য আমার সবটুকু দিয়েছি।"
আরসিবি দলে ১৮ বছরের যাত্রা নিয়ে কোহলি বলেন, "এই জয় শুধুমাত্র দলের জন্য নয়, সমর্থকদের জন্যও। আমি আমার যৌবন, সেরা সময়, অভিজ্ঞতা—সব কিছুই এই দলের জন্য দিয়েছি। প্রতি মরসুমে জেতার চেষ্টা করেছি, নিজের সেরাটা উজাড় করে দিয়েছি। কখনো ভাবিনি এই দিনটা দেখব। ম্যাচ জেতার পর আমি আবেগে ভেসে গিয়েছিলাম।"
প্রিয় বন্ধু এবি ডেভিলিয়ার্স সম্পর্কে বিরাট বলেন, "যা কিছু এবিডি (ডেভিলিয়ার্স) এই দলের জন্য করেছে, তা অসাধারণ। আমি ওকে বলেছি, ‘এই ট্রফি যতটা আমাদের, ততটাই তোমারও।’ ও চার বছর আগে অবসর নিয়েছে, কিন্তু এখনও ও-ই সবচেয়ে বেশি ম্যাচে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হয়েছে। ওর এই মঞ্চে থাকা উচিত ছিল, কাপটা তোলার জন্য।"
এরপর আবেগপ্রবণ বিরাট বলেন, "এই জয় আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। আমি এই দলের প্রতি অনুগত ছিলাম সবসময়। মাঝেমধ্যে অন্য ভাবনা এসেছিল ঠিকই, কিন্তু আমি থেকে গিয়েছিলাম—আর দলও আমাকে ছেড়ে যায়নি। আমার হৃদয় বেঙ্গালুরুর সঙ্গে, আত্মা বেঙ্গালুরুর সঙ্গে। এই টুর্নামেন্ট খুবই উচ্চ মানের এবং প্রতিযোগিতামূলক। আমি বড় মুহূর্তে জিততে চাই, বড় ট্রফি জিততে চাই। আজ রাতে আমি নিশ্চিন্তে শিশুর মতো ঘুমাবো।"
"আমি সব সময় উন্নতির রাস্তা খুঁজি। ফিল্ডিংয়ে অবদান রাখতে চাই, সেখানেও নিজের সেরা দিতে চাই। ঈশ্বর আমাকে প্রতিভা ও দৃষ্টিভঙ্গি দিয়েছেন। মাথা নিচু করে কঠোর পরিশ্রম করেছি, এখনও করছি।", বিরাট যোগ করেন
কটুক্তি নিয়ে বিরাট বলেন, "নীতিগতভাবে আমরা যা চাইছিলাম, সেটাই নিলামে নিয়েছিলাম। অনেকেই আমাদের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছিল। কিন্তু আমরা আমাদের দলে খুশি ছিলাম। ম্যানেজমেন্ট সব সময় আমাদের পাশে ছিল, দলও দুর্দান্ত খেলেছে।"