ফাইনালে হারের পর এমন জল্পনার পোস্ট করে বসলেন বিরাট কোহলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানের বড় ব্যবধানে হারে ভারত। চতুর্থ ইনিংসে ৪৯ রানের লড়াকু ইনিংস খেলে আউট হন বিরাট কোহলি, যার পর ভারতের ব্যাটিং তাসের ঘরের মত ভেঙে পড়ে।
তবে এই হারের পর সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির একটি পোস্ট নিয়ে জল্পনা তৈরি হয়েছে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাট প্রখ্যাত দার্শনিক লাও জু-এর একটি কথার ছবি শেয়ার করেছেন, যেখানে লেখা ছিল, "নীরবতাই শক্তির প্রধান উৎস।"
কিন্তু কিসের বা কাদের উদ্দেশ্যে এমন বার্তা দিলেন বিরাট? বলা বাহুল্য, ম্যাচের পর বিরাটকে নিয়ে চরম সমালোচনা করেন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কার। তিনি বিরাটের আউট হওয়ার শট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
আরও পড়ুন - রোহিত শর্মার এই মন্তব্যের পালটা জবাব দিলেন প্যাট কামিন্স
গাভাস্কার বলেছেন, "এটা খুব খারাপ একটি শট। বিরাট কোহলিকে জিজ্ঞেস করা উচিত, অফ স্টাম্পের বাইরে উনি কিরকম শট খেললেন। আমরা আলোচনা করতেই থাকি ম্যাচ জেতানোর জন্য আপনাকে বড় ইনিংস খেলতে হবে, শতরানের ইনিংস খেলতে হবে। কিন্তু কিভাবে আপনি শতরানের ইনিংস খেলবেন যদি আপনি অফ স্টাম্পের এত বাইরে শট খেলেন।"
অনেকেই মনে করছেন, গাভাস্কারের এমন সমালোচনা নিয়েই হয়ত এরকম পোস্ট করেছেন বিরাট। এর আগেও সুনীল গাভাস্কার ও বিরাট কোহলির মধ্যে চাপা দ্বন্দ্ব তৈরি হওয়ার ঘটনা দেখা গিয়েছে।
পঞ্চম দিনে নিজের স্কোরে মাত্র ৫ রান যোগ করেন বিরাট কোহলি। স্কট বোলান্ডের অফ স্টাম্পের বল।ড্রাইভ খেলতে যান বিরাট, যা খোঁচা লেগে যায় স্লিপে, এবং ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন স্টিভ স্মিথ।