ICC Test Rankings : ছয় বছরে সব থেকে খারাপ জায়গায় নামলেন বিরাট কোহলি!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্রকাশিত হল আইসিসির নয়া টেস্ট র্যাঙ্কিং। আর এই র্যাঙ্কিংয়ে বিরাট কোহলির স্থান সত্যিই হতাশাজনক। আড়াই বছর ধরে টেস্ট ক্রিকেটে শতরান নেই, অফ ফর্মের মধ্যে দিয়ে গিয়েছেন। আর এবার নিজের সাম্প্রতিক কেরিয়ারের অন্যতম খারাপ র্যাঙ্কিং অর্জন করলেন বিরাট।
সদ্য প্রকাশিত আইসিসি ব্যাটসম্যানদের টেস্ট র্যাঙ্কিংয়ে ১৩তম স্থানে নেমে এলেন বিরাট। আর এর জেরে গত ছয় বছরে প্রথমবার শীর্ষ ১০ স্থান থেকে নামলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। এজবাস্টনে কোহলি দুই ইনিংসে মাত্র ১১ ও ২০ রান করতে পেরেছিলেন।
এদিকে এজবাস্টন টেস্ট না খেলায় এক ধাপ নেমে নবম স্থানে এসেছেন রোহিত শর্মা।
যদিও টেস্টের দুই ইনিংসে যথাক্রমে শতরান ও অর্ধশতরান করার কারণে র্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন ঋষভ পন্থ। ছয় ধাপ উঠে পঞ্চম স্থানে রয়েছেন পন্থ।
এদিকে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করে রেখেছেন জো রুট। এদিকে দুই ইনিংসে শতরান করার সৌজন্যে ১১ ধাপ উঠে দশম স্থানে এসেছেন জনি বেয়ারস্টো।