বিরাট এখন শুধু দলের সিনিয়র ব্যাটার নন, জুনিয়রদের শিক্ষকও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: আইপিএল ২০২৩-এর মরশুমে ১৭ ম্যাচে ৮৯০ রান করে সর্বাধিক রানশিকারি হয়েছিলেন টুর্নামেন্টে। তিনটি শতরান ও চারটি অর্ধ-শতরান করেছেন শুভমন। বরাবরই শুভমনের ভূয়সী প্রশংসা করে এসেছেন বিরাট কোহলি।
কোহলিকে শুভমন নিজের আইডল মনে করেন। বিরাট একেবারে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন শুভমনকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নামার আগে বিরাট আইসিসি-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছে, "শুভমনের কোনও পরামর্শের প্রয়োজন নেই। রোহিতের সঙ্গে ওপেনিং পার্টনার হিসেবে দারুণ কিছু দেখার অপেক্ষায় থাকবে ভারতীয় ফ্যানরা।"
বিরাট আরও বলেন, "দেখুন, শুভমন আমার সঙ্গে ক্রিকেট নিয়ে প্রচুর কথা বলে। ও শিখতে খুবই আগ্রহী। এই বয়সে ওর অসাধারণ স্কিল। সর্বোচ্চ পর্যায়ে খেলার যোগ্যতা ও খেলার দারুণ মানসিকতা রয়েছে ওর মধ্যে।"
আরও পড়ুন: অ্যাসেজের জন্য অবসর ভেঙে ফিরে আসছেন তারকা ইংল্যান্ড ক্রিকেটার
"শুভমন খুব ভালো বোঝে যে, ওর মধ্যে কী সম্ভাবনা রয়েছে। ও দীর্ঘ সময়ে ধারাবাহিক ভাবে ভারতের হয়ে পারফর্ম করতে পারবে। নিজের কেরিয়ার থেকে যে শিক্ষা পেয়েছি, তা ওদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। যাতে ওরা যে কোনওরকম ওঠাপড়ায় নিজেদের মানিয়ে নিতে পারে। শুভমনের মতো কেউ যখন শিখতে আগ্রহী হয়, তখন বোঝা যায় যে, সর্বোচ্চ পর্যায়ে সে দীর্ঘদিন ধারাবাহিক ভাবে পারফর্ম করতে পারবে। বর্তমানে যেভাবে শুভমন খেলছে, এই মুহূর্তে ওর কোনও পরামর্শের প্রয়োজন নেই।"