ইংল্যান্ড সফরে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্বে আয়ুষ মত্রে, সুযোগ পেলেন বৈভব সূর্যবংশী, বাংলার যুধাজিৎ; দেখুন সম্পূর্ণ স্কোয়াড

Photo-X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বৃহস্পতিবার ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের ঘোষণা করেছে বিসিসিআই। জুন ২৪ থেকে জুলাই ২৩, ২০২৫ পর্যন্ত এই সফরে একাধিক ফরম্যাটে ম্যাচ খেলবে ভারতীয় যুব দল।
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, “জুন ২৪ থেকে জুলাই ২৩, ২০২৫ পর্যন্ত ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল নির্বাচন করেছে জুনিয়র ক্রিকেট কমিটি। সফরে একটি ৫০ ওভারের ওয়ার্ম-আপ ম্যাচ, পাঁচটি ইয়ুথ ওয়ান-ডে ম্যাচ এবং দুটি মাল্টি-ডে ম্যাচ রয়েছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে।"
আইপিএল ২০২৫-এ চেন্নাই সুপার কিংসের হয়ে মাঝপথে সুযোগ পাওয়া মুম্বইয়ের প্রতিভাবান ব্যাটার আয়ুষ মত্রেকে দলের অধিনায়ক করা হয়েছে। মুম্বইয়ের আরেক ক্রিকেটার, অভিজ্ঞান কুন্ডু, যিনি উইকেটকিপার হিসেবেও দলে রয়েছেন, তিনিই মত্রের ডেপুটি বা সহ-অধিনায়ক হবেন।
বিহারের প্রতিভাবান ওপেনার এবং রাজস্থান রয়্যালসের ব্যাটার বৈভব সূর্যবংশী, যিনি আইপিএল ২০২৫-এ ৩৫ বলে সেঞ্চুরি করে আলোচনায় আসেন, তাকেও দলে রাখা হয়েছে। এছাড়াও, পাঞ্জাবের ব্যাটার বিহান মালহোত্রা ও কেরালার লেগস্পিনার মোহাম্মদ ইনান, যারা ২০২৪ সালে চেন্নাই ও পুদুচেরিতে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া যুব দলের বিরুদ্ধে দারুণ পারফর্ম করেছিলেন, তারাও স্কোয়াডে রয়েছেন।
বাংলা থেকে সুযোগ পেয়েছেন যুধাজিৎ গুহ।
আয়ুষ মত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বিহান মালহোত্রা, মৌল্যরাজসিং চাভদা, রাহুল কুমার, অভিজ্ঞান কুন্ডু (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), হরবংশ সিং (উইকেটকিপার), আর এস অম্ব্রিশ, কনিষ্ক চৌহান, খেলান পটেল, হেনিল পটেল, যুধাজিৎ গুহ, প্রণব রাঘবেন্দ্র, মোহাম্মদ ইনান, আদিত্য রানা, অনমোলজিত সিং।