এশিয়ান গেমসে খেলবে ভারতীয় ক্রিকেট দল? বিসিসিআইয়ের কাছে উত্তর চাইছেন ক্রীড়ামন্ত্রী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এশিয়ান গেমসে আবারও ফিরতে চলেছে ক্রিকেট। এবং এখানে প্রশ্ন উঠছে, এশিয়ান গেমসে কি অংশগ্রহণ করবে ভারতীয় পুরুষ ও মহিলা ক্রিকেট দল?
এর আগে ২০১০ ও ২০১৪ সালের এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল, কিন্তু দুইবারেই ভারতের কোনও দল পাঠায়নি বিসিসিআই। এই পরিস্থিতিতে ২০২২ এশিয়ান গেমসে কি ক্রিকেট খেলবে ভারত?
এই নিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, "বিসিসিআইকে এর উত্তর দিতে হবে।"
তবে এবারের এশিয়ান গেমসেও ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেট দলের অংশগ্রহণের সম্ভাবনা বেশ কম। একদিকে এশিয়ান গেমসের সময়ই ভারতীয় মহিলা দল ইংল্যান্ডে সীমিত ওভারের সিরিজ খেলবে। অন্যদিকে অক্টোবর মাস থেকে ভারতীয় পুরুষ দলের টি২০ বিশ্বকাপ রয়েছে।
এশিয়ান গেমসে অংশগ্রহণ নিয়ে এর আগে বিসিসিআই সভাপতি জয় শাহ বলেছিলেন, "এশিয়ান গেমসের কথা বললে, আগামী দিনে সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হবে যে পুরুষ ও মহিলা দলকে আদৌ পাঠানো হবে না, যেহেতু আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে।"